শিরোনাম
কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত
প্রকাশ : ১০ জুলাই ২০১৯, ১৬:০৫
কুড়িগ্রামে নদ-নদীর পানি বেড়েছে, নিম্নাঞ্চল প্লাবিত
কুড়িগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টানা বৃষ্টি ও উজানের পাহাড়ী ঢলে কুড়িগ্রামে ব্রহ্মপুত্র, ধরলা, তিস্তাসহ সবকটি নদ-নদীর পানি বৃদ্ধি অব্যাহত রয়েছে। প্লাবিত হয়ে পড়ছে নদ-নদী তীরবর্তী নিম্নাঞ্চলগুলো।


কুড়িগ্রাম পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী আরিফুল ইসলাম বুধবার এ তথ্য নিশ্চিত করেছেন।


তিনি বলেন, গত ২৪ ঘন্টায় সেতু পয়েন্টে ধরলা নদীর পানি ৫০ সেন্টিমিটার, কাউনিয়া পয়েন্টে তিস্তার পানি ১৭ সেন্টিমিটার, নুনখাওয়া পয়েন্টে ব্রহ্মপুত্র নদের পানি ৩০ সেন্টিমিটার এবং চিলমারী পয়েন্টে ৩৪ সেন্টিমিটার বৃদ্ধি পেয়ে বিপদসীমার নীচ দিয়ে প্রবাহিত হচ্ছে।


পানি বৃদ্ধির ফলে নিম্নাঞ্চলের পটল, করলা, ঝিংগা, বিভিন্ন শাকসবজিসহ আমন বীজতলা তলিয়ে গেছে। পানি বৃদ্ধি অব্যাহত থাকলে আগামী দুই-একদিনের মধ্যে বন্যার আশংকা করছেন নদ-নদী তীরবর্তী মানুষেরা।


বিবার্তা/সৌরভ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com