শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
প্রকাশ : ০৮ জুলাই ২০১৯, ১৪:৩২
চাঁপাইনবাবগঞ্জে বিএসএফের গুলিতে বাংলাদেশি নিহত
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের কিরণগঞ্জ সীমান্তে ভারতীয় সীমান্তরক্ষী বাহিনী বিএসএফের গুলিতে দুলাল(১৯) নামে এক বাংলাদেশি নিহত হয়েছে।


সোমবার ভোরে এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে বলে জানিয়েছেন স্থানীয়রা। দুলাল শিবগঞ্জ উপজেলার বিনোদপুর ইউনিয়নের কিরণগঞ্জ গ্রামের শফিকের ছেলে।


স্থানীয় একাধিক সূত্র জানা যায়, রবিবার দিবাগত গভীর রাতে দুলালসহ চার-পাঁচজনের একটি দল কিরণগঞ্জ সীমান্তের আন্তর্জাতিক সীমান্ত ১৭৮ মেইন পিলার সংলগ্ন এলাকা দিয়ে ভারতে যান। এসময় ভারতের শুখদেবপুর ক্যাম্পের বিএসএফ সদস্যরা টের পেয়ে তাদের লক্ষ করে গুলি ছুড়লে দুলাল গুরুতর আহত হন। তার সহযোগীরা দুলালকে আহত অবস্থায় উদ্ধার করে নিয়ে আসার পথে সোমবার ভোর সাড়ে ৪টার দিকে তার মৃত্যু হয়। এ সময় তারা মরদেহ ভারতীয় সীমানায় ফেলে পালিয়ে আসেন।


এ ঘটনার প্রতিবাদ জানিয়ে বিএসএফকে পতাকা বৈঠকের আহ্বান জানিয়েছে বিজিবি।


চাঁপাইনবাবগঞ্জ ৫৯ বিজিবির অধিনায়ক লে. কর্নেল মাহমুদুল হাসান জানান, দুলালের মরদেহ বিএসএফের হেফাজতে রয়েছে। পতকা বৈঠক শেষে গণমাধ্যমকে এ বিষয়ে বিস্তারিত জানানো হবে।


বিবার্তা/তাওহীদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com