শিরোনাম
শিক্ষা মানুষের সাথে সংযুক্ত: সমাজকল্যাণ মন্ত্রী
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১৯:১৪
শিক্ষা মানুষের সাথে সংযুক্ত: সমাজকল্যাণ মন্ত্রী
লালমনিরহাট প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সমাজ্যকল্যাণ মন্ত্রী নুরুজ্জামান আহমেদ এমপি বলেছেন, মানুষের যেমন প্রয়োজন জীবন, ‘তেমনি শিক্ষাও মানুষের প্রয়োজন।এই কারণে শিক্ষা মানুষের সাথে সংযুক্ত।দেশের সাথে শিক্ষার মান উন্নয়ন ঘটেছে। মেধাবীসহ সকল শিক্ষার্থীর লেখাপড়ার খরচ বহন করছে সরকার। শিক্ষার্থীদের বিভিন্ন উপকরনসহ যাবতীয় জিনিস পত্র দিচ্ছে সরকার। যেন বাংলাদেশের ছেলে-মেয়েরা শিক্ষা থেকে বঞ্চিত না হয়।


বৃহস্পতিবার (৪ জুলাই) বিকেলে লালমনিরহাটের কালীগঞ্জ উপজেলা পরিষদ চত্বরে ৩৯৮জন শিক্ষার্থীকে বিভিন্ন উপকরণ বিতরণের সময় প্রধান অতিথির বক্তব্যে এসব কথা বলেন মন্ত্রী।


তিনি আরো বলেন, দেশের মানুষ উন্নয়নের পক্ষে আছে আগামী দিনেও থাকবে। বঙ্গবন্ধুর আদর্শে দেশবাসি আজ উজ্বীবিত হয়ে বঙ্গবন্ধুর কন্যা প্রধানমন্ত্রী শেখ হাসিনার নেতৃত্বে দেশ এগিয়ে যাচ্ছে। দুর্নীতির বিরুদ্ধে রুখে দাঁড়িয়ে দুর্নীতিমুক্ত দেশ গড়ার লক্ষ্যে প্রত্যেককে নিজেদের অবস্থান থেকে দায়িত্ব পালন করতে হবে। এসবের বিরুদ্ধে রুখে দাঁড়াবে শিক্ষার্থীরাই।


মন্ত্রী বলেন, দেশের মানুষ আজ বুঝতে পেরেছে প্রধানমন্ত্রী শেখ হাসিনা ছাড়া এদেশের উন্নয়ন সম্ভব নয়।বাংলাদেশের মানুষ এখন জেগে উঠেছে। দুই একটি কোকিলের ডাকে যেমন বসন্ত আসে না। তেমনি দুই একজন স্বাধিনতা বিরোধীর কথায় দেশের মানুষ বিভ্রান্ত হবেন না। প্রধানমন্ত্রী শেখ হাসিনা শিশুদের নিয়ে স্বপ্ন দেখেন। বিশেষ করে নারীদের নিয়ে। সেই কারণে দেশের নারীরা এখন অনেক এগিয়ে।


এর আগে ৩৯৮ জন শিক্ষার্থীর মাঝে এডিপির অর্থায়নে বাই সাইকেল, টিফিন বক্স, বেঞ্চ, ফ্যানসহ মাল্টিমিডিয়া প্রজেক্টর বিতরণ করেন মন্ত্রী।


কালীগঞ্জ উপজেলা নির্বাহী অফিসার (ইউএনও) রবিউল হাসানের সভাপতিত্বে বিশেষ অতিথি হিসেবে উপস্থিত ছিলেন কালীগঞ্জ উপজেলা চেয়ারম্যান মাহবুবুজ্জামান আহমেদ, ভাইস চেয়ারম্যান কমল কৃঞ্চ রায়, মহিলা ভাইস চেয়ারম্যান নাজনীন রহমান।


বিবার্তা/জিন্না/জাহিদ

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com