শিরোনাম
রেজ্যুলেশন ছাড়াই স্কুলের গাছ বিক্রির অভিযোগ
প্রকাশ : ০৪ জুলাই ২০১৯, ১৩:১৮
রেজ্যুলেশন ছাড়াই স্কুলের গাছ বিক্রির অভিযোগ
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে কালিহাতি উপজেলার ইছাপুর শেরেবাংলা উচ্চ বিদ্যালয়ে কোনো রেজ্যুলেশন ছাড়াই লাখ টাকার ১০টি গাছ বিক্রির অনিয়মের অভিযোগ উঠেছে।


বন বিভাগ ও মাধ্যমিক শিক্ষা বিভাগের অনুমতি ছাড়াই গাছ কেটে নেয়া হচ্ছে বলে নিশ্চিত করেছেন টাঙ্গাইল জেলা মাধ্যমিক শিক্ষা অফিসার লায়লা বেগম।


এদিকে মসজিদের সৌন্দর্য বাড়াতে এসব গাছ কাটা হচ্ছে বলে জানিয়েছেন বিদ্যালয়ের পরিচালনা পরিষদের সভাপতি নূরুল ইসলাম।
এলাকাবাসী জানায়, এক বিচারপতির ভাই বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি হওয়ায় এর প্রতিবাদ করতে কেউ সাহস পাচ্ছে না।


বিদ্যালয়ে গিয়ে দেখা যায়, বিশাল বিশাল পুরনো গাছ কেটে দ্রুত সরিয়ে ফেলা হচ্ছে। এমনকি গাছের গোড়া খুঁড়ে উঠিয়ে গর্তে মাটি ফেলে ঢেকে দেয়া হচ্ছে।


এ বিষয়ে বিদ্যালয়ের প্রধান শিক্ষক আব্দুল মান্নান মোল্লা জানান, বিদ্যালয়ের গাছ কাটার বিষয়ে আমি কিছুই জানি না। এ বিষয়টি জানার পরপরই আমি প্রশাসনকে জানাই। তারা ব্যবস্থা নিয়েছেন। এই মুহূর্তে গাছ কাটা বন্ধ রয়েছে।


এ প্রসঙ্গে বিদ্যালয় পরিচালনা কমিটির সভাপতি নূরুল ইসলাম বলেন, গাছগুলা মসজিদের, তাই মসজিদ পরিচালনা কমিটি গাছ কাটার সিদ্ধান্ত নিয়েছে।


এ বিষয়ে কালিহাতি উপজেলা নির্বাহী অফিসার অমিত দেব নাথ জানান, বিষয়টি আমি জানার পর গাছ কাটতে নিষেধ করেছি। এই মুহূর্তে গাছ কাটা বন্ধ আছে।


এ ব্যপারে ইছাপুর গোরস্থান ও মসজিদ কমিটির সাবেক সাধারণ সম্পাদক হায়দার আলী জানান, এই গাছগুলা আমার জানামতে স্কুলের। স্কুল যখন গাছগুলা লাগায় তখন এখানে মসজিদ ছিল না।


নাম প্রকাশে অনিচ্ছুক অনেকেই জানান, গাছ মসজিদের না, স্কুলের। সভাপতি একাই এই কাজ করছে।


বিবার্তা/তোফাজ্জল/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com