শিরোনাম
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি
প্রকাশ : ১৭ জুন ২০১৯, ১২:৩৩
ভারতে কারাভোগ শেষে দেশে ফিরল ৫ বাংলাদেশি
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ভারতে এক বছর কারাভোগের পর নড়াইলের একজনসহ পাঁচ বাংলাদেশি কিশোর-কিশোরী দেশে ফিরেছে। এদের মধ্যে চারজন কিশোর ও একজন কিশোরী।রবিবার রাতে যশোরের বেনাপোল চেকপোস্ট দিয়ে তাদেরকে বাংলাদেশে হস্তান্তর করেছে বিএসএফ।


ভারতের পেট্রাপোল বিএসএফ ক্যাম্প কমান্ডার এসআই কাপুর ডাং তাদের বেনাপোল আইসিপি বিজিবি ক্যাম্পের নায়েক সুবেদার আতিয়ার রহমানের হাতে তুলে দেন।


দেশে ফেরত আসা বাংলাদেশি কিশোররা হচ্ছে- সাতক্ষীরার আবু রায়াহান, যশোরের শার্শার আপন, চাপাইনবাবগঞ্জের সেলিম, নড়াইলের রাব্বী ও কিশোরী ঝিনাইদহের শাহানা খাতুন।


এ বিষয় আইসিপি ক্যাম্পের সুবেদার বাকিবিল্লাহ জানান, ভালো কাজের আশায় দেড় বছর আগে এরা দালালের খপ্পরে পড়ে সীমান্ত পথে ভারতে যায়। এ সময় অনুপ্রবেশের অভিযোগে ভারতীয় পুলিশ তাদের কলকাতা শহর থেকে আটক করে। পরে তাদের এক বছর সাজা হয়ে যায়।


তিনি বলেন, সাজার মেয়াদ শেষে কলকাতায় বারসাত কিশোলয় নামে একটি শেল্টার হোমে তাদের ছাড়িয়ে নিজেদের আশ্রয়ে রাখে। পরে দুদেশের স্বরাষ্ট্র মন্ত্রণালয়ের হস্তক্ষেপে তাদের দেশে ফেরার ব্যবস্থা করা হয়।


তিনি আরো বলেন, বিজিবি ক্যাম্পের আনুষ্ঠানিকতা শেষে তাদের বেনাপোল পোর্ট থানা পুলিশের হাতে তুলে দেয়া হয়েছে।


বিবার্তা/উজ্জ্বল/সবুজ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com