শিরোনাম
দৌলতপুরে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে বৈঠক
প্রকাশ : ২৯ মে ২০১৯, ১৫:৩৫
দৌলতপুরে বিজিবি-বিএসএফের কমান্ডার পর্যায়ে বৈঠক
কুষ্টিয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কুষ্টিয়ার দৌলতপুর সীমান্তে বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) ও ভারতীয় সীমান্তরক্ষী বাহিনীর (বিএসএফ) ব্যাটালিয়ন কমান্ডার পর্যায়ে বৈঠক অনুষ্ঠিত হয়েছে।


বুধবার উপজেলার প্রাগপুর ইউনিয়নের জামালপুর সীমান্তের ১৫২/৭(এস) সীমান্ত পিলার সংলগ্ন মাথাভাঙ্গা নদীর ধারে গাছের ছায়ার নিচে এ বৈঠক অনুষ্ঠিত হয়।


বেলা সাড়ে ১১ থেকে দুপুর দেড়টা পর্যন্ত চলা বৈঠকে বিজিবির ১৫ সদস্যের নেতৃত্ব দেন ৪৭ বিজিবি ব্যাটালিয়নের অধিনায়ক লে. কর্নেল রফিকুল ইসলাম। বিএসএফর ১৩ সদস্যের নেতৃত্ব ভারতের পশ্চিমবঙ্গের নদীয়া জেলার ৪৩ রওশনবাগ কমান্ডেন্টের অধিনায়ক ডিআইজি রতিকান্ত ঠাকুর।


বৈঠকে সীমান্তে মাদক চোরাচালান বন্ধ ও উভয় দেশের সীমান্ত এলাকার পরিবেশ স্বাভাবিক রাখাসহ সীমান্ত সংশ্লিষ্ট বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হয়। বিজিবি-বিএসএফ ঊর্ধ্বতন কর্মকর্তাদের বৈঠক চলাকালে উভয় সীমান্তে নিরাপত্তা জোরদার করা হয়।


বিবার্তা/শরীফুল/আকবর

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com