শিরোনাম
পুলিশ ব্যারাক থেকে চুরি করে যে চোর আদালত ভবনে ঘুমায়!
প্রকাশ : ২৩ মে ২০১৯, ০৯:০০
পুলিশ ব্যারাক থেকে চুরি করে যে চোর আদালত ভবনে ঘুমায়!
চট্টগ্রাম প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চট্টগ্রাম আদালতের পুলিশ ব্যারাকে ঢুকে মোবাইল চুরির ঘটনায় শহীদুল ইসলাম ওরফে শহীদ (৩২) নামে এক যুবককে আটক করেছে পুলিশ।


মঙ্গলবার সন্ধ্যায় নগরের লালদিঘীর পাড় এলাকা থেকে তাকে আটক করে কোতোয়ালী থানা পুলিশ।


শহীদুল ইসলাম চট্টগ্রাম বাঁশখালী উপজেলার কাটুরিয়া এলাকার শাহ আলমের ছেলে বলে জানা গেছে।


পুলিশ সূত্র জানা যায়, মঙ্গলবার আদালত মসজিদের পাশের পুলিশ ব্যারাকে ঘুম থেকে উঠে কনস্টেবল লিটন কান্তি দাশ ও আলাউদ্দিন তাদের দুটি করে মোট চারটি মোবাইল খুঁজে পাচ্ছিলো না। পরে তারা জানতে পারেন, পুলিশ ব্যারাকের পাশের দুই দোকানদারের দুটি মোবাইলও পাওয়া যাচ্ছে না।


অভিযোগ পেয়ে কোতোয়ালী থানা পুলিশ ঘটনাস্থলে গিয়ে সিসিটিভির ফুটেজ দেখে শহীদকে শনাক্ত করার পরে আটক করে।


জানা যায়, শহীদ বিভিন্ন এলাকা হতে মোবাইল ফোন চুরি করে কোর্ট-রোডস্থ নতুন আদালত ভবনের আউটার রোডের পানির হাউজের পাশে অস্থায়ী বসতঘরে থাকে। পরে চুরি হওয়া ৫টি মোবাইল ফোন তার কাছ থেকে উদ্ধার করে পুলিশ।


কোতোয়ালী থানার ওসি মোহাম্মদ মহসীন বলেন, শহীদ পেশাদার চোর। সে দীর্ঘদিন ধরে চুরি করে আসছিল। পুলিশ ব্যারাকে ঢুকে মোবাইল চুরি করে নিজেকে আত্মগোপন করার চেষ্টা করে। সিসিটিভির ফুটেজ দেখে তাকে আটক করা হয়েছে।


বিবার্তা/জাহিদ/তাওহীদ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com