শিরোনাম
মানবতাবিরোধী মামলার আসামি নূর নীলফামারীতে গ্রেফতার
প্রকাশ : ২০ মে ২০১৯, ২১:০৪
মানবতাবিরোধী মামলার আসামি নূর নীলফামারীতে গ্রেফতার
নীলফামারী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মানবতাবিরোধী অপরাধের মামলায় নীলফামারীতে নূর মোহাম্মদ ওরফে নূর আহমদকে (৭৩) গ্রেফতার করেছে ডিবি পুলিশ।


সোমবার দুপুরে নীলফামারী বড় বাজার এলাকা থেকে তাকে গ্রেফতার করা হয়।


আসামি নূর ফেনী জেলা সদরের উত্তর গোবিন্দপুর মহল্লার মৃত সেকান্দার সুফী ওরফে সুফী শেখ আন্দর আহমদের ছেলে।


নীলফামারী পুলিশ সুপার মুহাম্মদ আশরাফ হোসেন বলেন, ইন্টারন্যাশনাল ক্রাইমস ট্রাইব্যুনালস থেকে নূর আহমদের বিরুদ্ধে গ্রেফতারের নির্দেশ পাই। দুপুরে ডিবি পুলিশ বড় বাজারে অভিযান চালিয়ে তাকে গ্রেফতার করে। তাকে ঢাকায় পাঠানোর প্রস্ততি চলছে।


নীলফামারী ডিবি পুলিশের ওসি আফজালুর হক বলেন, খোঁজ নিয়ে জানতে পেরেছি নূর ফেনী থেকে ১৯৭৪ সালে নীলফামারী চলে আসেন। নীলফামারী শহরের সওদাগড় পাড়ায় এসে বসবাস শুরু করেন। তার পাঁচ মেয়ে এক ছেলে রয়েছে। স্ত্রী ১২ বছর আগে মারা গেছেন। চার মেয়ের বিয়ে দিয়েছেন। একমাত্র ছেলে মোর্শেদ (২২)। ছেলের নামে শহরের বড় বাজারে রয়েছে মোর্শেদ কসমেটিকস নামের ব্যবসা প্রতিষ্ঠান।


বিবার্তা/মহিন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com