শিরোনাম
ইউএনও’র বিরুদ্ধে করা সেই মামলা প্রত্যাহার সাবেক এমপির
প্রকাশ : ২০ মে ২০১৯, ০৯:৫৩
ইউএনও’র বিরুদ্ধে করা সেই মামলা প্রত্যাহার সাবেক এমপির
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের সখীপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) আমিনুর রহমানের বিরুদ্ধে করা সেই মামলাটি প্রত্যাহার করে নিয়েছেন টাঙ্গাইল-৮ (সখীপুর-বাসাইল) আসনের সাবেক এমপি অনুপম শাহজাহান জয় ও তার দুই চাচা।


জয়ের চাচা সখীপুর উপজেলা পরিষদের বর্তমান চেয়ারম্যান জুলফিকার হায়দার কামাল টাঙ্গাইল আদালতে গিয়ে রবিবার এ মামলাটি প্রত্যাহার করেন।


আদালত ২৬ মে মামলাটি প্রত্যাহার বিষয়ে আদেশ দেবে বলে মামলার আইনজীবী ফজলুর রহমান খান এ বিবার্তাকে তথ্যটি নিশ্চিত করেছেন।


উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ঘেঁষে একতলা ভবনে দুটি দোকানের মালিকানা দাবি করে জয়, কামাল ও চেয়ারম্যানের আপন ছোটভাই আবদুল আজিজ তালুকদার বাদী হয়ে ২৫ এপ্রিল টাঙ্গাইল তৃতীয় যুগ্ম জেলা জজ আদালতে মামলা করেন।


২১ এপ্রিল সখীপুরের ইউএনও আমিনুর রহমান মুক্তিযোদ্ধা সংসদের বর্তমান প্রশাসক হিসেবে ওই দুটি দোকান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দাবি করে ওই দুই ভাড়াটিয়াকে এক বছরের ভাড়া পরিশোধের জন্য নোটিশ দেয়।


ওই নোটিশের পরিপ্রেক্ষিতেই এক শতাংশ জমি ও ওই দুই দোকানের মালিকানা দাবি করে তারা ইউএনওর বিরুদ্ধে ওই মামলাটি করেছিল।


মামলা সূত্রে জানা যায়, সখীপুর উপজেলা মুক্তিযোদ্ধা কমপ্লেক্স ঘেঁষে উত্তর পাশে এক শতাংশ জমির ওপর একতলা ভবন করে দুটি দোকান প্রায় ১০ বছর ধরে ভাড়া দিয়েছেন জয় ও তার দুই চাচা।


হঠাৎ করে ইউএনও আমিনুর ওই দুটি দোকান মুক্তিযোদ্ধা কমপ্লেক্সের দাবি করে ভাড়াটিয়াদের কাছে এক বছরের ভাড়া চেয়ে নোটিশ দেয়। ওই নোটিশ পেয়ে তারা ওই জমির মালিকানা দাবি করে আদালতে মামলা করেন।


এ বিষয়ে জয় ও তার চাচা কামালের সঙ্গে যোগাযোগ করলে তারা উভয়ই মামলাটি প্রত্যাহারের কথা স্বীকার করলেও এ বিষয়ে তারা আর কোনো মন্তব্য করতে রাজি হননি।


ইউএনও আমিনুর মুঠোফোনে বলেন, মামলাটি প্রত্যাহার করার কথা শুনেছি। তবে এ বিষয়ে আর কোনো মন্তব্য করতে রাজি হননি তিনি।


বিবার্তা/তোফাজ্জল/তাওহীদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com