শিরোনাম
বান্দরবানে মর্টার শেল বিস্ফোরণে সেনা সদস্য নিহত
প্রকাশ : ১৭ মে ২০১৯, ১৫:৫৬
বান্দরবানে মর্টার শেল বিস্ফোরণে সেনা সদস্য নিহত
বান্দরবান প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান সদর উপজেলার সুয়ালক ইউনিয়নের আমতলী এলাকায় সেনাবাহিনীর ভারি অস্ত্রের ফায়ারিং রেঞ্জে পরিত্যক্ত মর্টার শেল (বোমা) বিস্ফোরণে জাহিদুল ইসলাম (২৮) নামে এক সেনা সদস্য নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন আরো ১১ সেনা সদস্য।


শুক্রবার সকাল ১১টার দিকে এ ঘটনা ঘটে। হতাহত সেনা সদস্যরা কুমিল্লা সেনানিবাসের ১৬ প্যারা ব্যাটালিয়নের সদস্য বলে জানা গেছে।


বান্দরবানের পুলিশ সুপার জাকির হোসেন মজুমদার ঘটনার সত্যতা নিশ্চিত করে সাংবাদিকদের বলেন, পরিত্যক্ত শেল বিস্ফোরণে এক সেনা সদস্যের মৃত্যু ও কয়েকজনের আহত হওয়ার খবর জেনেছি। এ বিষয়ে বিস্তারিত পরে জানানো হবে।


জানা যায়, শনিবার বিকেল থেকে ওই এলাকায় ফায়ারিং হওয়ার কথা রয়েছে। এ উপলক্ষে সেনা সদস্যরা জায়গাটি পরিষ্কার করছিলেন। এসময় পরিত্যক্ত একটি শেলে দায়ের কোপ পড়লে সেটি বিস্ফোরিত হয়। এতে ১২ জন আহত হন। তাদের মধ্যে একজন পরে মারা যান।


আহতরা সৈনিকরা হলেন- রাজু, আরিফ, আসাদ, নিপুন চাকমা, হাসান, তারেকুল ও মোস্তাফিজ। অন্যদের নাম জানা যায়নি। তাদের প্রথমে চট্টগ্রামের সাতকানিয়ায় বিজিবির বাইতুল ইজ্জত হাসপাতালে নিয়ে প্রাথমিক চিকিৎসা দেয়া হয়। পরে উন্নত চিকিৎসার জন্য ঢাকায় সম্মিলিত সামরিক হাসপাতালে (সিএমএইচ) নেয়া হয়েছে।


স্থানীয় ইউপি সদস্য আছুমং জানিয়েছেন, তারা বড় ধরনের বিস্ফোরণের শব্দ শুনেছেন। এর পর হতাহতদের নিয়ে যেতে দেখেছেন। ঘটনার পর ওই এলাকা সেনাবাহিনী ঘিরে রেখেছে।


সুয়ালক ইউপি চেয়ারম্যান উক্যনু মারমা জানান, বিকট শব্দে বিস্ফোরণের আওয়াজ শুনেছি। কিন্তু ওই এলাকায় সাধারণ জনসাধরণের প্রবেশের নিষেধ থাকায় ঘটনার বিস্তারিত জানা যায়নি। তবে স্থানীয়রা আহতদের হাসপাতালে নিতে দেখেছেন বলে আমাকে জানিয়েছে।


বিবার্তা/নয়ন/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com