শিরোনাম
চাঁপাইনবাবগঞ্জে নসিমন উল্টে নিহত ৩ শ্রমিক
প্রকাশ : ১৫ মে ২০১৯, ১০:২৪
চাঁপাইনবাবগঞ্জে নসিমন উল্টে নিহত ৩ শ্রমিক
চাঁপাইনবাবগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

চাঁপাইনবাবগঞ্জের গোমস্তাপুর উপজেলায় ধানবোঝাই একটি নসিমন উল্টে তিন শ্রমিক নিহত হয়েছে। এতে আহত হয়েছে নসিমনচালকসহ আরো ছয়জন।


গোমস্তাপুরের পিরাসন এলাকায় মঙ্গলবার রাত ১০টার দিকে এ দুর্ঘটনা ঘটে। হতাহতরা সবাই ধানকাটা শ্রমিক।


নিহতরা হলেন- চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার শাহবাজপুর ইউনিয়নের ধোবড়া গ্রামের আবদুর রেজ্জাকের ছেলে শহিদুল ইসলাম (১৮), একই গ্রামের আবদুল মান্নানের ছেলে রাকিব হোসেন (৩২) এবং মৃত মোন্তাজ আলীর ছেলে মোজাফফর হোসেন (৬২)।


গোমস্তাপুর থানার ওসি জসিম উদ্দিন জানান, বরেন্দ্র অঞ্চলে ধান কেটে একটি নসিমনে করে ১০-১২ শ্রমিক শিবগঞ্জের দিকে যাচ্ছিলেন। রাত সাড়ে ১০টার দিকে নসিমনটি গোমস্তাপুর উপজেলার পিরাসন এলাকায় পৌঁছালে নিয়ন্ত্রণ হারিয়ে পাশের একটি খাদে পড়ে উল্টে যায়। এ সময় ধানের বস্তার নিচে চাপা পড়ে মারা যায় তিন শ্রমিক।


তিনি বলেন, আহতদের রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতাল ও গোমস্তাপুর উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করা হয়েছে।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com