শিরোনাম
কিশোরগঞ্জে লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
প্রকাশ : ১১ মে ২০১৯, ১৩:৪৩
কিশোরগঞ্জে লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে দগ্ধ ৫
কিশোরগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

কিশোরগঞ্জ কুলিয়ারচরে আগরপুর বাসস্ট্যান্ড এলাকায় তেলের লরির গ্যাস সিলিন্ডার বিস্ফোরণে পাঁচজন অগ্নিদগ্ধ হয়েছে। তাদের মধ্যে তিনজনেরঅবস্থা আশঙ্কাজনক।


শনিবার সকাল ১০টার দিকে তেলের লরিটি কারখানায় মেরামতের সময় এ দুর্ঘটনা ঘটে।


দগ্ধদের মধ্যে লরির চালক, হেলপার ও কারখানার একজন শ্রমিক রয়েছে।


দগ্ধরা হলেন- সালমান (১৩) কুলিয়ারচরের আগরপুর গ্রামের রতন মিয়ার ছেলে, হাকিম (২৬) একই উপজেলার ফরিদপুর গ্রামের আলম মিয়ার ছেলে, নাইম (১৮) চোর কামালপুর গ্রামের খোকন মিয়ার ছেলে ও শফিক (২৪) ব্রাহ্মণবাড়িয়া নবীনগর উপজেলার গোপালপুর গ্রামের খোরশেদ আলমের ছেলে। দগ্ধ আরেক জনের পরিচয় জানা যায়নি।


এদের মধ্যে সালমান, হাকিম ও শফিকের অবস্থা গুরুতর। তাদেরকে ঢাকা মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে।


তাৎক্ষণিকভাবে তাদের উদ্ধার করে বাজিতপুর জহুরুল ইসলাম মেডিকেল কলেজ হাসপাতালে ভর্তি করা হয়।


এছাড়া আরো দুইজন সামান্য অগ্নিদগ্ধ হলে প্রাথমিক চিকিৎসা দিয়ে তাদের ছেড়ে দেয়া হয়।


কুলিয়ারচর থানার ওসি আব্দুল হাই তালুকদার ঘটনার সত্যতা নিশ্চিত করে বলেন, লরিটির চাকা মেরামতের জন্য কারখানায় নিয়ে যাওয়া হয়। এ সময় সিলিন্ডার বিস্ফোরণে এ ঘটনাটি ঘটে।


তিনি আরো বলেন, লরিটি রাস্তা নির্মাণের সময় পানি দেয়ার কাজে ব্যবহার করা হচ্ছিলো।


বিবার্তা/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com