শিরোনাম
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ৩
প্রকাশ : ১৩ এপ্রিল ২০১৯, ১৬:৩৫
সিরাজগঞ্জে ট্রেনের ধাক্কায় নিহত ৩
ফাইল ছবি
সিরাজগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঢাকা-ঈশ্বরদী রেলপথের সিরাজগঞ্জের কামারখন্দে কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের ধাক্কায় এক পিকআপ ভ্যান চালকসহ তিনজন নিহত হয়েছেন।


শনিবার দুপুর ২টার দিকে ঢাকা-ঈশ্বরদী রেলসড়কে কামারখন্দ উপজেলার রায়দৌলতপুর ইউনিয়নের কয়েলগাঁতী এলাকায় এ দুর্ঘটনা ঘটে।


নিহতরা হলেন- কামারখন্দ উপজেলার জামতৈল ইউনিয়নের বড়কুড়া গ্রামের রহম আলী মিস্ত্রির ছেলে পিকআপ চালক সূর্য্য মিয়া (৩৫), পাকুড়িয়া গ্রামের বিশা মণ্ডলের ছেলে রফিকুল ইসলাম (৩৭) ও একই গ্রামের আব্দুল হামিদের ছেলে নেহার (৩৬)। এ দুর্ঘটনায় দু'টি গরুও মারা যায়।


সিরাজগঞ্জ ফায়ার সার্ভিস অ্যান্ড সিভিল ডিফেন্সের ওয়্যার হাউজ পরিদর্শক আব্দুল হামিম জানান, কামারখন্দ থেকে পিকআপ ভ্যানে করে গরু নিয়ে উল্লাপাড়ার জনতার হাটে যাচ্ছিলেন সুজনসহ কয়েক ব্যাপারী। পিকআপটি কয়েলগাঁতী এলাকায় রেলসড়ক পার হওয়ার সময় কলকাতা থেকে ঢাকাগামী মৈত্রী এক্সপ্রেস ট্রেনের সঙ্গে ধাক্কায় উল্টে যায়।


এতে পিকআপ চালক সূর্য্য ও দুটি গরুর ঘটনাস্থলেই মারা যায়। আহত তিন ব্যাপারীকে উদ্ধার করে কামারখন্দ হাসপাতালে পাঠানো হয়।


কামারখন্দ উপজেলার নির্বাহী কর্মকর্তা (ইউএনও) জাহাঙ্গীর আলম বলেন, দুর্ঘটনায় ঘটনাস্থলে একজন, কামারখন্দ হাসপাতালে দুইজন মৃত্যু হয়।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com