শিরোনাম
নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ৫
প্রকাশ : ২৯ মার্চ ২০১৯, ১৫:৩৭
নড়াইলে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যা, আটক ৫
নড়াইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নড়াইল সদরের মাইজপাড়া ইউনিয়নে আধিপত্য বিস্তারকে কেন্দ্র করে গোলাম শিকদার (৬০) নামে এক ব্যক্তিকে কুপিয়ে হত্যার অভিযোগ পাওয়া গেছে। এ ঘটনায় ৫ জনকে আটক করা হয়েছে।


শুক্রবার দুপুর ১২টার দিকে ইউনিয়নের তারাশি গ্রামে এ ঘটনা ঘটে। নিহত গোলাম ওই গ্রামের মাজেদ শিকদারের ছেলে।


এলাকাবাসী জানায়, তারাশি গ্রামে আধিপত্য বিস্তার নিয়ে সরোয়ার মোল্যা ও বরকত পক্ষের লোকজনের মধ্যে কয়েকদিন ধরে দ্বন্দ্ব-সংঘাত ও ধাওয়া-পাল্টা ধাওয়া চলে আসছিল। এরই ধারাবাহিকতায় বৃহস্পতিবার বিকেলে দুই পক্ষের লোকজনের মধ্যে সংঘর্ষ বাঁধে। পরদিন বেলা ১১টার দিকে আবারো দুই পক্ষের মধ্যে সংঘর্ষ বাঁধলে বরকত পক্ষের গোলাম শিকদার নামে এক ব্যক্তিকে প্রতিপক্ষের লোকজন কুপিয়ে হত্যা করে।


এদিকে বরকত পক্ষের লোকজন জানান, গত রবিবার (২৪ মার্চ) অনুষ্ঠিত নড়াইল সদর উপজেলা পরিষদ নির্বাচন পরবর্তী সহিংসতার জের ধরে এ ঘটনা ঘটেছে। তাদের দাবি, নৌকা প্রতীকের সমর্থক গোলাম শিকদারকে আওয়ামী লীগের বিদ্রোহী প্রার্থী নড়াইল পৌর যুবলীগের আহ্বায়ক বিপ্লব বিশ্বাস বিলোর (আনারস প্রতীক) সমর্থকেরা কুপিয়ে হত্যা করেছে।


নড়াইল থানার ওসি ইলিয়াস হোসেন জানান, নির্বাচনী সহিংসতায় নয়, গ্রাম্য বিরোধকে কেন্দ্র করেই এ হত্যাকাণ্ডের ঘটনা ঘটেছে। ওই গ্রামে অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। এ ঘটনায় এখন পর্যন্ত ৫ জনকে আটক করা হয়েছে।


বিবার্তা/শান্ত/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com