শিরোনাম
ভোটকেন্দ্রে গুলি, পুলিশসহ আহত ৪
প্রকাশ : ২৪ মার্চ ২০১৯, ১৩:৫৫
ভোটকেন্দ্রে গুলি, পুলিশসহ আহত ৪
চট্টগ্রাম ব্যুরো
প্রিন্ট অ-অ+

চট্টগ্রামের চন্দনাইশ উপজেলা পরিষদের নির্বাচনে একটি ভোটকেন্দ্রের দখল নিয়ে ব্যাপক গোলাগুলির ঘটনা ঘটেছে।


ভোটগ্রহণ শুরুর পর সকাল পৌনে ১০টার দিকে চন্দনাইশ সরকারি প্রাথমিক বিদ্যালয় কেন্দ্রে এই গোলাগুলির ঘটনা ঘটে। এরপর এ কেন্দ্রে ভোটগ্রহণ স্থগিত করে দেয়া হয়েছে।


এতে একজন পুলিশ সদস্যসহ অন্তত চারজন গুলিবিদ্ধ হয়েছে। এদের মধ্যে গুরুতর আহত পুলিশ সদস্য ফরহাদ হোসেনকে (৩০) চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে প্রেরণ করা হয়েছে।


পঞ্চম উপজেলা পরিষদ নির্বাচনের তৃতীয় ধাপে ২৫ জেলার ১১৭ উপজেলায় রবিবার সকাল ৮টা থেকে ভোটগ্রহণ শুরু চলছে।


চট্টগ্রামের অতিরিক্ত পুলিশ সুপার (দক্ষিণ) আফরুজুল হক টুটুল বলেন, ভোটকেন্দ্র দখলে নিতে ব্যর্থ হয়ে দুর্বৃত্তরা গুলি চালালে কনস্টেবল ফরহাদ গুলিবিদ্ধ হয়। বর্তমানে পরিস্থিতি নিয়ন্ত্রণে আছে।


চন্দনাইশ থানার অফিসার ইনচার্জ ঘটনার সত্যতা নিশ্চিত করে জানান, উপজেলা নির্বাচনে একটি ভোট কেন্দ্র দখলে নিতে দু’পক্ষ গোলাগুলিতে লিপ্ত হয়। পরিস্থিতি নিয়ন্ত্রণ করতে গিয়ে দায়িত্ব পালনরত অবস্থায় ফরহাদ হোসেন নামের এক পুলিশ সদস্য এবং অপর তিনজন গুলিবিদ্ধ হয়েছে।


চন্দনাইশ উপজেলায় আওয়ামী লীগের মনোনীত প্রার্থী একেএম নাজিম উদ্দিন। তার প্রতিদ্বন্দ্বী এলডিপি থেকে আওয়ামী লীগে যোগদানকারী বর্তমান উপজেলা চেয়ারম্যান আবদুল জাব্বার চৌধুরী।


বিবার্তা/জাহেদ/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com