শিরোনাম
নিয়ন্ত্রণে লালবাগে কাগজ কারখানার আগুন
প্রকাশ : ২৩ মার্চ ২০১৯, ২৩:২৯
নিয়ন্ত্রণে লালবাগে কাগজ কারখানার আগুন
বিবার্তা প্রতিবেদক
প্রিন্ট অ-অ+

পুরান ঢাকার লালবাগ থানার শহিদনগরের আমলীগোলার ৬ নম্বর সড়কে কাগজ কারখানায় আগুন লাগে। রাত সাড়ে ১১টার দিকে আগুন নিয়ন্ত্রণে আনে ফায়ার সার্ভিস। তবে ক্ষয়ক্ষতি বা হতাহতের পরিমাণ জানা যায়নি। ফায়ার সা‌র্ভিস অ্যান্ড সি‌ভিল ডি‌ফে‌ন্সের কন্ট্রোল রুম সূত্র এ তথ্য জানিয়েছে।


শনিবার রাত সাড়ে ৯টার দিকে আগুন লাগার খবর পেয়ে ফায়ার সার্ভিসের সদস্যরা ঘটনাস্থলে যায়।


ফায়ার সার্ভিস সদর দফতরের ডিউটি অফিসার আতাউর রহমান জানান, খবর পাওয়ার পরই পর্যায়ক্রমে ৭টি ইউনিট পাঠানো হয়ে।তবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি।


ফায়ার সার্ভিসের কর্মকর্তা আরো জানান, তাৎক্ষণিকভাবে আগুনের সূত্রপাত সম্পর্কে কিছু জানা যায়নি। তবে আগুন নিয়ন্ত্রণে আনতে আমাদের ৭টি ইউনিট কাজ করছে। আরো কয়েকটি ইউনিট ঘটনাস্থলের পথে রয়েছে। আশা করছি দ্রুত আগুন নিয়ন্ত্রণে আনা সম্ভব হবে।


পুলিশ কর্মকর্তা হেলালউদ্দিন বলেন, ওই কারখানার আশপাশে কয়েকটি বাড়ি রয়েছে।



উল্লেখ্য, গত ২০ ফেব্রুয়ারি চকবাজারের চুড়িহাট্টায় অগ্নিকাণ্ডে ৭১ জন নিহত হন। ওই আগুন রাসায়নিক ও প্লাস্টিকের মতো দাহ্য পদার্থের জন্য বেশি ছড়িয়েছিল বলে জানিয়েছে ফায়ার সার্ভিস।


ওই ঘটনার পর পুরান ঢাকা থেকে রাসায়নিক ও প্লাস্টিকের গুদাম সরিয়ে নিতে অভিযান শুরু করে ঢাকা দক্ষিণ সিটি করপোরেশন। ব্যবসায়ীদের বিক্ষোভের মুখে পরে প্লাস্টিক দ্রব্য বাদ দিয়ে শুধু রাসায়নিকের কারখানা ও গুদাম সরানোর ঘোষণা দেন মেয়র সাঈদ খোকন।


এর আগে ২০১০ সালের ৩ জুন রাতে পুরান ঢাকার নিমতলী এলাকার আগামাসি লেনের কায়েতটুলির সাপ মন্দির রোডে একটি প্লাস্টিক কারখানায় আগুন লেগে ১২৫ জনের মৃত্যু হয়।


বিবার্তা/শারমিন

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com