শিরোনাম
মির্জাপুরে নাহিদ কটন মিলে আগুন
প্রকাশ : ১২ মার্চ ২০১৯, ০৯:০৩
মির্জাপুরে নাহিদ কটন মিলে আগুন
গোডাউনের আগুন নিয়ন্ত্রণে কাজ করছে ফায়ার সার্ভিস
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলের মির্জাপুরে গোড়াই এলাকার অবস্থিত নাহিদ কটন মিলের কম্পোজিট গোডাউনে ভয়াবহ আগ্নিকাণ্ডে গোডাউনের পাটের বেল্ট, তুলা ও সুতা পুড়ে ছাই হয়ে গেছে। প্রাথমিক ভাবে ক্ষয়-ক্ষতির পরিমাণ প্রায় এক কোটি টাকা বলে ধারনা করা হচ্ছে।


সোমবার বিকেলের দিকে মিলটিতে এ অগ্নিকাণ্ডের ঘটনা ঘটে।


নাহিদ কটন মিলের অ্যাডমিন ম্যানেজার মো. মোস্তাকিন জানান, সোমবার বিকেলে মিলের ৭নং ইউনিটের কম্পোজিট গোডাউনে হঠাৎ আগুন দেখতে পায় শ্রমিকরা। মুহূর্তের মধ্যে আগুন ছড়িয়ে পরে। পুলিশ ও ফায়ার সার্ভিসকে খবর দেয়া হলে তারা এসে আগুন নিয়ন্ত্রণে আনে। আগুনে গোডাউনের পাটের বেল্ট, তুলা ও সুতা পুড়ে ছাই হয়ে গেছে। এছাড়া সুতা উৎপাদনের যন্ত্রপাতির ব্যাপক ক্ষয়-ক্ষতি হয়েছে। তবে কোনো শ্রমিক কর্মচারী আহত হয়নি।


এ ব্যাপারে নাহিদ কটন মিলের জেনারেল ম্যানেজার মো. শহিদুল আলম জানান, প্রাথমিক ভাবে ধারনা করা হচ্ছে বৈদ্যুতিক শর্ট সার্কিট থেকে আগুনের সূত্রপাত হয়েছে। আগুনে মালামাল ও যন্ত্রপাতি পুড়ে গেছে। প্রাথমিকভাবে এক কোটি টাকা ক্ষয়-ক্ষতির ধারনা করা হচ্ছে। আগুন লাগার ঘটনায় ও ক্ষয়-ক্ষতির সঠিক পরিমাণের জন্য একটি তদন্ত কমিটি গঠন করা হয়েছে।


গাজীপুর ফায়ার সার্ভিসের উপ-পরিচালক মনোরঞ্জন সরকার জানান, পুলিশ, মিলের শ্রমিক-কর্মচারী ও ফায়ার সার্ভিসের মির্জাপুর ও কালিয়াকৈর ৫টি ইউনিট মিলে প্রায় ৪ ঘণ্টা চেষ্টার পর আগুন নিয়ন্ত্রণে আনতে সক্ষম হয়। ক্ষয়-ক্ষতির বিষয়ে তদন্ত চলছে, তদন্ত শেষে ক্ষয়-ক্ষতির পরিমাণ বলা যাবে। তবে এ ঘটনায় কেউ হতাহত হয়নি।


বিবার্তা/তোফাজ্জল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com