শিরোনাম
টাঙ্গাইলে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
প্রকাশ : ২০ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩৫
টাঙ্গাইলে ফার্মেসিতে ভ্রাম্যমাণ আদালতের অভিযান, জরিমানা
টাঙ্গাইল প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

টাঙ্গাইলে ভ্রাম্যমাণ আদালতের অভিযানে দুই ওষুধ দোকান মালিককে ৫০ হাজার টাকা জরিমানা করা হয়েছে।


এক্সিকিউটিভ ম্যাজিস্ট্রেট নুজহাত তাসনিম আওনের নেতৃত্বে শহরের পুরাতন বাসস্ট্যান্ড এলাকায় এ অভিযান পরিচালনা করা হয়। এ সময় সার্বিক সহযোগিতা করেন জেলা ড্রাগ সুপার ডা. নার্গিস আক্তার।


নুজহাত তাসনিম বলেন, অনুমোদনবিহীন ঔষধ ও লাইসেন্স নবায়ন না থাকায় প্রগতি ফার্মেসির মালিক প্রদীপ সরকারকে ৩০ হাজার টাকা ও ভূপতি ফার্মেসির মালিক নৃপতি মুকুট পালকে ২০ হাজার টাকা জরিমানা করা হয়।


তিনি বলেন, ওষুধ আইন ১৯৪০ এর ১৮/২৭ ধারায় এ জরিমানা করা হয়। এ সময় অনুমোদনবিহীন ওষুধ জব্দ করা হয়।


বিবার্তা/তোফাজ্জল/মাইকেল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com