শিরোনাম
ঝিনাইদহে পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ২১:০৮
ঝিনাইদহে পলাতক আসামির যাবজ্জীবন কারাদণ্ড
ঝিনাইদহ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

ঝিনাইদহে আশরাফুজ্জামান লিটু হত্যা মামলার প্রধান পলাতক আসামি মাহবুবুর রহমান বাবুর যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছে আদালত।


রবিবার বিকেলে ঝিনাইদহের অতিরিক্ত দায়রা জজ প্রথম আদালতের বিচারক গোলাম আজম এ দণ্ডাদেশ দেন।


দণ্ডপ্রাপ্ত আসামি মাহবুবুর রহমান বাবু ঝিনাইদহের শৈলকুপা উপজেলার শেখপাড়া গ্রামের হায়দার আলীর ছেলে।


মামলার বিবরণে জানা যায়, ২০১১ সালের ১১ মার্চ উপজেলার শেখপাড়া বাজারে আশরাফুজ্জামান লিটু জোয়ারদার মার্কেটের সামনে দাঁড়িয়ে ছিলেন। সেসময় পূর্ব পরিকল্পিতভাবে আসামিরা লিটুকে লোহার রড, হাতুড়ি দিয়ে আঘাত করে। পরে তারা ছুরিকাঘাত করে তাকে হত্যা করে।


এ ঘটনায় নিহতের চাচা মো. গাজী শেখ বাদী হয়ে পরদিন ২০১১ সালের ১২ মার্চ ৫ জনের নামে শৈলকুপা থানায় হত্যা মামলা দায়ের করেন। দীর্ঘ শুনানির পর বিচারক মামলার ১নং আসামি মাহবুবুর রহমান বাবুকে দোষী সাব্যস্ত করে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা জরিমানা, অনাদায়ে আরো ১ বছরের বিনাশ্রম কারাদণ্ড দেন।


মামলার অন্য ৪ আসামি হায়দার শেখ, তোফাজ্জেল হোসেন, সেলিম শেখ ও হাসান আলীর বিরুদ্ধে অভিযোগ প্রমাণিত না হওয়ায় তাদেরকে খালাস দেয়া হয়।


বিবার্তা/কোরবান/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com