শিরোনাম
লক্ষ্মীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়
প্রকাশ : ১৭ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৫৭
লক্ষ্মীপুরে শ্রমিকদের সঙ্গে পুলিশের মতবিনিময়
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুরে সড়কে দুর্ঘটনা ও চাঁদাবাজিসহ হয়রানি রোধে পুলিশের সঙ্গে পরিবহণ শ্রমিকদের মতবিনিময় অনুষ্ঠিত হয়েছে।


রবিবার দুপুরে শহরের উত্তর তেমুহনী এলাকার জেলা ট্রাফিক পুলিশ বিভাগ এ মতবিনিময় সভার আয়োজন করে।


সভায় প্রধান অতিথি ছিলেন জেলা পুলিশ সুপার আসম মাহাতাব উদ্দিন।


ট্রাফিক পুলিশ পরিদর্শক মামুন আল-আমিনের সভাপতিত্বে এসময় বক্তব্য রাখেন জেলা আওয়ামী লীগের সাধারণ সম্পাদক অ্যাডভোকেট নুরউদ্দিন চৌধুরী নয়ন, জেলা বাস মালিক সমিতির সভাপতি নুরনবী চৌধুরী, সদর উপজেলা পরিষদের চেয়ারম্যান একেএম সালাহ উদ্দিন টিপু, জেলা পুলিশের বিশেষ শাখার কর্মকর্তা ইকবাল হোসেন, সদর মডেল থানার ওসি লোকমান হোসেন, বিআরটিএ সহকারী পরিচালক মো. আনোয়ার হোসেন ও লক্ষ্মীপুর প্রেস ক্লাবের সভাপতি কামাল উদ্দিন হাওলাদার প্রমুখ।


বক্তারা বলেন, লক্ষ্মীপুরে ইতিমধ্যে সড়ক দুর্ঘটনায় অনেক মানুষ মারা গেছে। দুর্ঘটনা রোধে গাড়ি চালক, যাত্রী ও পথচারীদের সচেতন হতে হবে। চালকদের লাইসেন্স ও গাড়ির রেজিস্ট্রেশন নম্বরসহ কাগজপত্র থাকতে হবে। যাদের নেই, তাদের দ্রুত গাড়ির কাগজপত্র করে নেয়ার জন্য বলা হয়।


এসময় তারা আরো বলেন, রশিদ ছাড়া কেউ সড়কে চাঁদা দেবেন না। গাড়িতে অতিরিক্ত যাত্রী না উঠানোর জন্য বলা হয়।


বিবার্তা/সুমন/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com