শিরোনাম
র‌্যাগ দেয়ায় বশেমুরবিপ্রবির ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
প্রকাশ : ০৬ ফেব্রুয়ারি ২০১৯, ১৫:৩০
র‌্যাগ দেয়ায় বশেমুরবিপ্রবির ৬ শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা
গোপালগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

গোপালগঞ্জ বঙ্গবন্ধু শেখ মুজিবুর রহমান বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের (বশেমুরবিপ্রবি) দুই ছাত্রকে র‌্যাগ দেয়ার অপরাধে অবশেষে ছয় শিক্ষার্থীর বিরুদ্ধে মামলা হয়েছে।


মঙ্গলবার রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের সহকারী অধ্যাপক ও সহকারী প্রক্টর ড. নাজমুল হক বাদী হয়ে গোপালগঞ্জ সদর থানায় তথ্য ও প্রযুক্তি আইনে এ মামলা করেন।


এর আগে, সোমবার র‌্যাগ দেয়ার অপরাধে প্রক্টরিয়াল বডির এক সভায় ওই ৬ শিক্ষার্থী বিশ্ববিদ্যালয়ের ইলেকট্রিক্যাল অ্যান্ড ইলেকট্রনিকস ইঞ্জিনিয়ারিং (ইইই) বিভাগের ছাত্র শিপন আহমেদ, শাহীন মিয়া, হৃদয় কুমার ধর, তুর্য হালদার ও আশিকুজ্জামান খান লিমনকে বিশ্ববিদ্যালয় থেকে আজীবনের জন্য বহিষ্কার করা হয়।


গোপালগঞ্জ থানার ওসি মো. মনিরুল ইসলাম মামলার বিষয়টি নিশ্চিত করেছেন।


উল্লেখ্য, শনিবার (০২ ফেব্রুয়ারি) রাতে বিশ্ববিদ্যালয়ের কৃষি বিভাগের প্রথম বর্ষের ছাত্র মো. রাজেশ হোসেন শিথিল ও মাহমুদুল হাসানকে ক্যাম্পাসের বাইরে গোবরা গ্রামের একটি মেসে নিয়ে র‌্যাগ দেয় ওই ছয় শিক্ষার্থী।


বিবার্তা/শিমুল/মাইকেল/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com