শিরোনাম
লক্ষ্মীপুরে নাজমুল হত্যায় ৪ আসামির যাবজ্জীবন
প্রকাশ : ৩০ জানুয়ারি ২০১৯, ১৬:৫৪
লক্ষ্মীপুরে নাজমুল হত্যায় ৪ আসামির যাবজ্জীবন
লক্ষ্মীপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়ায় প্রাইভেটকারচালক নাজমুল আহসান হত্যা মামলায় ৪ আসামির যাবজ্জীবন কারাদণ্ড দিয়েছেন আদালত। এসময় তাদের ১০ হাজার টাকা করে জরিমানা ও অনাদায়ে আরো ৩ মাসের কারাদণ্ডের আদেশ দেয়া হয়েছে।


বুধবার দুপুরে জেলা ও দায়রা জজ আদালতের বিচারক মোহাম্মদ শাহে নূর এ রায় দেন।


দণ্ডপ্রাপ্তরা হলেন সদর উপজেলার দত্তপাড়া গ্রামের জিল্লুর রহিমের ছেলে কামরুল হাসান রাব্বি, শ্রীরামপুর গ্রামের মো. মোস্তফার ছেলে মো. রুবেল, আবদুল ওয়াদুদের ছেলে মো. মানিক এবং বড়ালিয়া গ্রামের আবদুল হাইয়ের ছেলে মো. রিয়াজ। রায় ঘোষণার সময় সব আসামি আদালতে অনুপস্থিত ছিল।


এজাহার সূত্রে জানা গেছে, ২০১৩ সালের ১২ জুন ঢাকার উত্তরা থেকে ভুয়া পরিচয় দিয়ে একটি রেন্ট-এ কারের প্রাইভেটকার ভাড়া নেয় আসামিরা। ওইদিন রাতে লক্ষ্মীপুর সদর উপজেলার দত্তপাড়া ইউনিয়নের তোতারখিল এলাকায় এনে ওই গাড়ির চালক নাজমুলকে কুপিয়ে হত্যা করা হয়। পরে তারা গাড়িটি নিয়ে পালিয়ে যায়।


নাজমুল চাপাইনবাবগঞ্জ পৌরসভার হুজাপুর গ্রামের মো. আনোয়ার হোসেন মালুর ছেলে। এ ঘটনায় ২২ জুন গাড়ির মালিক শাহীন তারেক বাদী হয়ে লক্ষ্মীপুর সদর থানায় একটি হত্যা মামলা দায়ের করেন। শাহীন ঢাকা দক্ষিণখান এলাকার সিরাজ উদ্দিন আহমেদের ছেলে। পরে চাঁদপুর থেকে ওই গাড়িটি উদ্ধার করে পুলিশ।


এর সূত্র ধরে কামরুল ও রুবেলকে গ্রেফতার করা হয়। ওইসময় তারা হত্যার দায় স্বীকার করে আদালতে জবানবন্দি দেয়। পরবর্তীতে তারা জামিনে বের হয়। ২০১৪ সালের ২০ অক্টোবর ৪ জনকে আসামি করে আদালতে চার্জশিট দাখিল করে পুলিশ। ১০ জন স্বাক্ষীর স্বাক্ষ্য-প্রমাণের ভিত্তিতে দীর্ঘ শুনানি শেষে আসামিদের যাবজ্জীবন কারাদণ্ডের রায় দিয়েছেন আদালত।


লক্ষ্মীপুর জজ আদালতের পিপি মোহাম্মদ জসিম উদ্দিন বলেন, চালক নাজমুল হত্যা মামলায় ৪ জনকে যাবজ্জীবন কারাদণ্ড ও ১০ হাজার টাকা করে জরিমানা করা হয়েছে। এ ছাড়া ৪২০ ধারায় আসামিদের আরো ৫ বছর বিনাশ্রম কারাদণ্ড দিয়েছেন আদালত। আসামিরা সবাই পলাতক রয়েছে।


বিবার্তা/আবদুল্লাহ/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com