শিরোনাম
হাওরের উন্নয়নে প্রধানমন্ত্রী খুব আন্তরিক: পরিকল্পনামন্ত্রী
প্রকাশ : ২৪ জানুয়ারি ২০১৯, ২০:৪১
হাওরের উন্নয়নে প্রধানমন্ত্রী খুব আন্তরিক: পরিকল্পনামন্ত্রী
ফাইল ছবি
বিবার্তা ডেস্ক
প্রিন্ট অ-অ+

হাওর অঞ্চলের উন্নয়ন প্রকল্পের ব্যাপারে প্রধানমন্ত্রী শেখ হাসিনা খুব আন্তরিক বলে জানিয়েছেন পরিকল্পনামন্ত্রী এমএ মান্নান।


বৃহস্পতিবার সুনামগঞ্জ জেলা মহিলাকল্যাণ সংস্থা আয়োজিত সংবর্ধনা অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি বলেন, ‘প্রধানমন্ত্রী সব সময় হাওরের মানুষের খোঁজখবর নেন। তিনি আমাকে সব সময় বলেন হাওরের কোনো প্রকল্প আছে কি না, থাকলে বলেন। আমি তাকে বলেছিলাম যে আমাদের একটি মেডিকেল কলেজ প্রয়োজন। অনেকে এ প্রকল্পের বিরোধিতা করলেও তিনি তা অল্প সময়ের মধ্যে পাস করে দেন।’


এমএ মান্নান বলেন, ‘প্রধানমন্ত্রী প্রতিশ্রুতি দিয়েছেন যে সুনামগঞ্জে বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয় হবে। তিনি সেটি আমাদের করে দেবেন।’


অনুষ্ঠানে সুনামগঞ্জ-৪ আসনের সংসদ সদস্য পীর ফজলুর রহমান মিছবাকেও সংবর্ধনা দেয়া হয়।


জেলা মহিলাকল্যাণ সংস্থার সভানেত্রী নাহিদ আফেরোজ সুলতানার সভাপতিত্বে এ সময় আরও বক্তব্য দেন জেলা পরিষদের চেয়ারম্যান নূরুল হুদা মুকুট, জেলা প্রশাসক মোহাম্মদ আব্দুল আহাদ, পুলিশ সুপার বরকতুল্লাহ খান প্রমুখ।


সূত্র: ইউএনবি


বিবার্তা/কামরুল

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com