
নোয়াখালীর বেগমগঞ্জ উপজেলায় বাসের চাপায় চার অটোরিকশা আরোহী নিহত হয়েছেন। আহত হয়েছেন দুইজন। সোমবার দুপুরে উপজেলার মিরওয়ারিশপুর এলাকায় এ দুর্ঘটনা ঘটে।
বেগমগঞ্জ থানার ওসি ফিরোজ হোসেন মোল্লা জানান, নিহতদের মধ্যে দুইজন নারী ও বাকিরা পুরুষ। তবে তাদের তাদের পরিচয় জানা যায়নি।
আহতদের মধ্যে একজনকে নোয়াখালী জেনারেল হাসপাতাল ও একজনকে ঢাকায় পাঠানো হয়েছে। তারাও অটোরিকশার যাত্রী।
ওসি জানান, “ঢাকা থেকে মাইজদীগামী হিমাচল পরিবহনের একটি বাস বিপরীত দিক থেকে আসা একটি অটোরিকশাকে চাপা দিলে দুমড়ে-মুচড়ে যায়। এতে ঘটনাস্থলে অটোরিকশার এক যাত্রী নিহত হন। নোয়াখালী জেনারেল হাসপাতালে নেওয়ার পর আরও তিনজনের মৃত্যু হয়।”
বিবার্তা/নাঈম/কামরুল
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
৪৬, কাজী নজরুল ইসলাম এভিনিউ
কারওয়ান বাজার (৬ষ্ঠ তলা), ঢাকা-১২১৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: bbartanational@gmail.com, info@bbarta24.net