শিরোনাম
শ্রমিক অসন্তোষ: সাভারে বিজিবি মোতায়েন
প্রকাশ : ০৯ জানুয়ারি ২০১৯, ১৫:১২
শ্রমিক অসন্তোষ: সাভারে বিজিবি মোতায়েন
সাভার প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বেতন বৃদ্দির দাবিতে সাভার ও আশুলিয়ায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। সংঘর্ষে এ সময় পুলিশসহ অন্তত ৩০ শ্রমিক আহত হয়।


এদিকে পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে সাভারে পোশাক কারখানারগুলোর সামনে বডার গার্ড বাংলাদেশ (বিজিবি) মোতায়েন করা হয়েছে। শ্রমিকদের এ আন্দোলন টানা চতুর্থ দিনে গড়ালো। এছাড়া বুধবার একদিনের ছুটি ঘোষণা করা হয়েছে বেশ কয়েকটি কারখানায়।


শ্রমিকরা জানায়, সকালে বেতন বৃদ্দির দাবিতে সাভারের উলাইল ও আশুলিয়ার কাঠগড়া এলাকায় বেশ কয়েকটি পোশাক কারখানার শ্রমিকরা বিক্ষোভ মিছিল বের করে। এক পর্যায়ে শ্রমিকরা পুলিশের উপর ইটপাটকেল নিক্ষেপ করলে শ্রমিকদের সাথে পুলিশের ব্যাপক সংঘর্ষ হয়। এ সময় সংঘর্ষ ও ধাওয়া-পাল্টা ধাওয়ায় পুলিশসহ অন্তত ৩০ জন আহত হয়।


পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ শ্রমিকদের উপর টিয়াসেল ও কাঁদানে গ্যাস নিক্ষেপ করে। এ ঘটনায় সাভার ও আশুলিয়ায় এখনো থমথমে অবস্থা বিরাজ করছে।


এদিকে সকালে বাইপাইল-আব্দুলাহপুর মহাসড়কের আশুলিয়ার নরসিংহপুর এলাকা প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে বিক্ষুব্ধ শ্রমিকরা। এছাড়া একই দাবিতে ধামরাইয়ের কালামপুর এলাকার একটি তৈরি পোশাক কারখানার শ্রমিকরা ঢাকা আরিচা মহাসড়ক প্রায় ১ ঘন্টা অবরোধ করে রাখে।


ঢাকা-আরিচা মহাসড়ক ও বাইপাইল-আব্দুল্লাহপুর মহাসড়ক অবরোধ করার ফলে এই দুটি সড়কে তীব্র যানজট সৃষ্টি হয়েছে।


এদিকে পোশাক কারখানাগুলোর সামনে পুলিশের জলকামানসহ প্রস্তুত রয়েছে সাজোয়া যানবাহন। এছাড়া অব্যাহত শ্রমিক বিক্ষোভের মুখে সাভার ও আশুলিয়ায় চারটি তৈরি পোশাক কারখানা আজ অনির্দিষ্টকালের জন্য বন্ধ ঘোষণা করেছে মালিকপক্ষ।


পোশাক কারখানাগুলো কাজের পরিবেশ ফিরিয়ে আনতে পুলিশ মালিকপক্ষের সাথে আলোচনা করে যাচ্ছে বলে জানিয়েছে শিল্প পুলিশ-১’র পরিচালক সানা শামীনুর রহমান।


বিবার্তা/শরিফুল/জাকিয়া

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com