শিরোনাম
গাইবান্ধা-৩ আসনে তিনজনের মনোনয়ন বাতিল
প্রকাশ : ০৩ জানুয়ারি ২০১৯, ১৯:৩৪
গাইবান্ধা-৩ আসনে তিনজনের মনোনয়ন বাতিল
গাইবান্ধা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

একাদশ জাতীয় সংসদ নির্বাচনে স্থগিত হওয়া গাইবান্ধা-৩ (সাদুল্লাপুর-পলাশবাড়ী) আসনে পুনঃতফশীল অনুযায়ী বুধবার পর্যন্ত চার প্রার্থী মনোনয়ন পত্র জমা দেন। তারা হলেন- গাইবান্ধা জেলা বিএনপির সভাপতি অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিক, আওয়ামী লীগের শাহ মো. ইয়াকুবুল আজাদ ও স্বতন্ত্র প্রার্থী ব্রিগেডিয়ার জেনারেল (অবঃ) মাহমুদুল হক ও জাতীয় পার্টির মনজুরুল হক সাচ্চা।


বৃহস্পতিবার যাচাই-বাছাই অনুষ্ঠিত হলে অধ্যাপক ডা. মইনুল হাসান সাদিককে বৈধ প্রার্থী ঘোষণা করার পর অপর তিনজনের মনোনয়নপত্র বাতিল ঘোষণা করেন রিটার্নিং অফিসার আব্দুল মতিন।


গাইবান্ধা জেলা নির্বাচন অফিসার মাহবুবুর রহমান জানান, প্রথম তফশীলের প্রার্থীরা হলেন- সাদুল্লাপুর উপজেলা আওয়ামী লীগের সভাপতি ও বর্তমান সাংসদ ডা. ইউনুস আলী সরকার, জাতীয় পার্টি (এরশাদ) প্রার্থী দিলারা খন্দকার, জাসদের এস এম খাদেমুল ইসলাম খুদি, এনপিপির মিজানুর রহমান তিতু, ইসলামী আন্দোলন বাংলাদেশের হানিফ দেওয়ান, বাসদের সাদেকুল ইসলাম গোলাপ ও স্বতন্ত্র প্রার্থী আবু জাফর মো. জাহিদ।


উল্লেখ্য, গত ১৯ ডিসেম্বর দিবাগত রাতে এ আসনের ঐক্যফ্রন্টের (বিএনপি) প্রার্থী ড. টিআইএম ফজলে রাব্বী চৌধুরী মারা যাওয়া আসনটির নির্বাচন স্থগিত করেন ইসি।


বিবার্তা/জাকির/জহির

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2021 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com