
রাজবাড়ী সদর উপজেলার ভ্যান চালক শাহীন শেখ ওরফে রুপল শেখ (২৭) কে চুরি ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদে পিটিয়ে হত্যা মামলায় শাশুড়ি ও পুত্রবধূকে গ্রেফতার করেছে ডিবি।
বৃহস্পতিবার (২৪ জুলাই) দুপুরে জেলা গোয়েন্দা শাখা (ডিবি) অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম প্রেস রিলিজের মাধ্যমে বিষয়টি নিশ্চিত করেন।
গ্রেপ্তারকৃতরা হলো, রাজবাড়ী সদর উপজেলার রাজাপুর গ্রামের শামসুদ্দিন বিশ্বাসের স্ত্রী রাহেলা পারভীন (৪৯) ও রাকিবুল বিশ্বাসের স্ত্রী রেজমিন আক্তার তন্দ্রা (১৯)।
অন্যদিকে নিহত রুপল শেখ সদর উপজেলার রাজাপুর গ্রামের জিন্নাহ শেখের ছেলে। তিনি ভ্যান চালিয়ে ও শ্রমিকের কাজ করে জীবিকা নির্বাহ করতেন।
মামলা সূত্রে জানা যায়,গত ১৭ মে বিকাল ৫ টার দিকে বাড়ি থেকে তুলে নিয়ে রুপল শেখকে শাম বিশ্বাসের বাড়ির ভিতর নিয়ে যায়। তার মিথ্যা চুরি ও গৃহবধূর গোসলের ভিডিও ধারণের অপবাদ দিয়ে লোহার রড ও বাঁশের লাঠি দিয়ে রুপল শেখকে এলোপাথারী ভাবে মারধর করে। মারধরে রুপলের অবস্থা আশঙ্কাজনক হওয়ায় রুপলকে ফেলে রেখে পালিয়ে যায়। তখন স্থানীয় লোকজন রুপলকে রাজবাড়ী সদর হাসপাতালে ভর্তি করে। সেখানকার চিকিৎসক তাকে মৃত ঘোষণা করেন।
এ ঘটনায় রাতেই নিহতের মামা মো. কালাম মোল্যা বাদী হয়ে ১০জনের বিরুদ্ধে মামলা দায়ের করে। ওই মামলায় পুলিশ রাতেই ৪জনকে গ্রেপ্তার করে। পরে রুপলের মা রাবেয়া বেগম বাদী হয়ে আদালতে আরেকটি মামলা দায়ের করে।
রাজবাড়ী জেলা গোয়েন্দা শাখা অফিসার ইনচার্জ মো. মফিজুল ইসলাম বলেন, মামলাটি জেলা গোয়েন্দা শাখার উপর তদন্ত ভার প্রদানের পর থেকেই অপরাধী শনাক্ত ও গ্রেপ্তারে অভিযান অব্যাহত রয়েছে। গতকাল বুধবার শাশুড়ি রাহেলা পারভীন ও তার পুত্রবধূ রেজমিন আক্তার তন্দ্রাকে গ্রেপ্তার করা হয়েছে। আজ বৃহস্পতিবার দুপুরে তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে। অন্যান্য আসামিদের গ্রেপ্তারে পুলিশি অভিযান অব্যাহত রয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]