
বিমান দুর্ঘটনায় নিহত ফ্লাইট লেফটেন্যান্ট তৌকির ইসলাম সাগরের দাফন সম্পন্ন হয়েছে। মঙ্গলবার (২২ জুলাই) বিকেলে রাজশাহীর মুক্তিযুদ্ধ স্মৃতি স্টেডিয়ামে দ্বিতীয় জানাজা শেষে তাকে সপুরা কবরস্থানে দাফন করা হয়। জানাজায় অংশ নেন হাজারো মানুষ, যা ছিল এক আবেগঘন বিদায় মুহূর্ত।
মঙ্গলবার (২২ জুলাই) সকালে এই তথ্য নিশ্চিত করেছেন নিহত পাইলটের নানা আজিজুর রহমান।
মঙ্গলবার (২২ জুলাই) বিকেল ৪টা ২৩ মিনিটে জানাজা অনুষ্ঠিত হয়। এতে ইমামতি করেন সপুরা ম্যাচ ফ্যাক্টরি মসজিদের ইমাম মাওলানা শাহ নূর বিন সিদ্দিক।
রাজশাহীর উপশহর এলাকার ভাড়া বাসায় গিয়ে দেখা যায়, নীরব পরিবেশ। বাড়ির সামনে দাঁড়িয়ে কান্নায় ভেঙে পড়েন নানা আজিজুর রহমান। তিনি বলেন, “এই মৃত্যু আমরা কোনোভাবেই মেনে নিতে পারছি না। আল্লাহ আমার নাতিকে জান্নাত নসিব করুন।”
নিহত তৌকিরের বাবা তহুরুল ইসলাম, মা সালেহা খাতুন ও ছোট বোন সৃষ্টি খাতুন বর্তমানে ঢাকায় অবস্থান করছেন। তারা তৌকিরের লাশের সঙ্গে রাজশাহী ফিরবেন।
পারিবারিক সূত্র জানায়, তৌকিরের গ্রামের বাড়ি চাঁপাইনবাবগঞ্জের শিবগঞ্জ উপজেলার চককীর্তি ইউনিয়নের কৃষ্ণচন্দ্রপুর গ্রামে। রাজশাহীর উপশহরের ৩ নম্বর সেক্টরের ২২৩ নম্বর বাড়ির তৃতীয় তলায় তারা ভাড়া থাকেন। বাড়িটির নাম “আশ্রয়”।
গতকাল বিকেলে তৌকিরের বাবা-মা, বোন সৃষ্টি ও তার স্বামী ডা. তুহিন ইসলামকে বিমান বাহিনীর এক বিশেষ ব্যবস্থায় রাজশাহী থেকে ঢাকায় নেওয়া হয়। তৌকিরের স্ত্রী ঢাকায় সরকারি কোয়ার্টারে থাকেন। তিনি ব্র্যাক বিশ্ববিদ্যালয়ের একজন প্রভাষক। প্রায় এক বছর আগে তাদের বিয়ে হয়।
উল্লেখ্য, সোমবার মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজ ক্যাম্পাসে বাংলাদেশ বিমান বাহিনীর একটি প্রশিক্ষণ বিমান বিধ্বস্ত হয়। বিমানটির পাইলট ছিলেন তৌকির।
বিবার্তা/মোস্তাফিজুর/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]