গুরুদাসপুরে দেশীয় মদ তৈরি করায় চারজন গ্রেফতার
প্রকাশ : ১৩ জুলাই ২০২৫, ১৭:১২
গুরুদাসপুরে দেশীয় মদ তৈরি করায় চারজন গ্রেফতার
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে অবৈধ দেশীয় মদ উৎপাদন ও সংরক্ষণ করায় চার জনকে আটক করেছে বাংলাদেশ সেনাবাহীনি।


রবিবার (১৩ জুলাই) দিবাগত গভীর রাতে উপজেলার চাপিলা ইউনিয়নের কোলাকান্ত নগর গ্রামে ওই অভিযান পরিচালনা করে তদের আটক করা হয়। আটককৃতরা হলন- বাসনা রাণী, উজ্জল, বিমলা ও জগেস।


অভিযান সূত্রে জানা যায়, গোপন সংবাদের ভিত্তিতে উপজেলার কোলাকান্ত নগর এলাকায় একটি অবৈধ দেশীয় মদ তৈরির কারখানার সন্ধান পায়। অভিযান চলাকালে কারখানা থেকে চারজন ব্যক্তিকে হাতেনাতে আটক করা হয়। একইসঙ্গে প্রায় ৪৫ লিটার প্রস্তুতকৃত দেশি মদ এবং বিপুল পরিমাণ কাঁচামাল জব্দ করা হয়, যা দিয়ে মদ তৈরির প্রস্তুতি চলছিল।


প্রাথমিক জিজ্ঞাসাবাদ শেষে আটককৃত ব্যক্তিদের বিরুদ্ধে আইনানুগ ব্যবস্থা গ্রহণের লক্ষ্যে তাদের এবং জব্দকৃত মাদকদ্রব্য গুরুদাসপুর থানা পুলিশের কাছে হস্তান্তর করা হয়।


সেনাবাহিনীর এই ধরনের মাদকবিরোধী অভিযানে এলাকাবাসীর মধ্যে স্বস্তি ফিরে এসেছে এবং সামাজিক সচেতনতা বৃদ্ধি পেয়েছে।


সেনাবাহীনির নাটোর ক্যাম্প কমান্ডার বলেন, জননিরাপত্তা রক্ষা ও সামাজিক অবক্ষয় রোধে আমাদের এমন অভিযান অব্যাহত থাকবে।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com