আলীকদমে জীপ গাড়ি পাহাড়ি ঝিরিতে : নিহত ১, আহত ২৩
প্রকাশ : ১৬ মে ২০২৫, ১৬:৪৩
আলীকদমে জীপ গাড়ি পাহাড়ি ঝিরিতে : নিহত ১, আহত ২৩
লামা (বান্দরবান) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বান্দরবান জেলার থানচি উপজেলা থেকে আলীকদম উপজেলায় বেড়াতে যাওয়ার সময় জীপ গাড়ি দুর্গম পাহাড়ি ঝিরিতে পড়ে তনয়া মুরুং (২৫) নামের ক্ষুদ্র নৃ-গোষ্ঠি নিহত হয়েছেন। এ ঘটনায় আহত হয়েছেন মুরুং সম্প্রদায়ের নারী শিশু ও চালক সহ ২৩ জন।


শুক্রবার (১৬ মে) সকালে উপজেলার কলারঝিরি মুরুং পাড়া সড়কের যবিরাম পাড়ায় এ দুর্ঘটনা ঘটে।


নিহত তনয় মুরুং থানচি সড়কের ২৬ কিলোমিটার এলাকার বাসিন্দা ক্রালাই মুরুং এর ছেলে। তাৎক্ষণিকভাবে আহতদের নাম পাওয়া যায়নি। তবে আহত ও নিহতরা সবাই থানচি উপজেলার বাসিন্দা।


স্থানীয় সূত্র জানায়, থানচি উপজেলা থেকে শুক্রবার বেলা সাড়ে ১১টার দিকে আলীকদম কলারঝিরি মুরুং পাড়ায় দাওয়াতে খেতে যাচ্ছিলেন। এ সময় গাড়িটি সড়কের কলারঝিরিতে পৌঁছলে চালক নিয়ন্ত্রণ হারায়। এতে গাড়িটি সড়কের পাশের পাহাড়ি ঝিরিতে পড়ে গেলে ঘটনাস্থলে ১জন নিহত ও ২৩ জন আহত হন। খবর পেয়ে স্থানীয়দের সহযোগিতায় আহতদের দ্রæত উদ্ধার করে উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে ভর্তি করেন ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্স সদস্যরা। সেখানে আহতদের অবস্থা আশঙ্কাজনক হলে দায়িত্বরত চিকিৎসক ১১ জনকে কক্সবাজার মেডিকেল কলেজ হাসপাতালে পাঠিয়ে দেন।


দুর্ঘটনায় ১জন নিহত ও ২৩জন আহত হওয়ার সত্যতা নিশ্চিত করে আলীকদম থানা পুলিশের অফিসার ইনচার্জ (ওসি) মীর্জা জহির উদ্দিন বলেন, এ ঘটনায় আইনগত ব্যবস্থা গ্রহণ করা হবে।


বিবার্তা/আরমান/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com