
কিশোরগঞ্জের ভৈরবে ৯ হাজার ৩৫০ পিস ইয়াবা ট্যাবলেটসহ ২ নারী মাদক ব্যবসায়ীকে গ্রেফতার করেছে র্যাব।
বৃহস্পতিবার (১৫ মে) সন্ধ্যা পৌনে ৭টার দিকে গোপন সংবাদের ভিত্তিতে ভৈরবের নাটালের মোড়স্থ ঢাকা সিলেট মহাসড়কের চেকপোস্ট পরিচালনা করে মোছা. রিতা আক্তার ও মারুফা বেগমকে ৯,৩৫০ (নয় হাজার তিনশত পঞ্চাশ) পিস ইয়াবা ট্যাবলেট সহ গ্রেফতার করা হয়।
উদ্ধারকৃত মাদকদ্রব্যের আনুমানিক মূল্য ১৮ লাখ ৭০,০০০ হাজার টাকা।
আটককৃত রিতা আক্তার কুমিল্লা জেলার, দেবীদ্বার উপজেলার ,বিল্লাবাড়ি এলাকার আবু তাহেরের মেয়ে। অপর জন মারুফা বেগম ব্রাহ্মণবাড়ীয়ার কসবা উপজেলার কালিকাপুর এলাকার নান্নু মিয়া স্ত্রী ।
এ ঘটনায় ভৈরব র্যাব ক্যাম্প কমান্ডার সিনিয়র এএসপি নোমান আহমদ, পিপিএম বলেন, কিশোরগঞ্জ জেলার ভৈরব থানায় মামলা দায়ের পূর্বক আসামিসহ আলামত হস্তান্তর প্রক্রিয়াধীন।
বিবার্তা/রাজু/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]