
রাজবাড়ীর বালিয়াকান্দিতে ট্রেনে কাটা পড়ে মাসুদ মিয়া (৩৫) নামে এক যুবকের মৃত্যু হয়েছে।
শুক্রবার (১৬ মে) সকাল সাড়ে ৯টার দিকে এই দুর্ঘটনা ঘটে।
নিহত মাসুদ মিয়া রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর গ্রামের মৃত আইজুদ্দিন মিয়ার ছেলে।
দুর্ঘটনায় মৃত্যুর বিষয়টি নিশ্চিত করেছেন ইসলামপুর ইউনিয়ন পরিষদের সদস্য মো. সোরহাব মন্ডল।
পুলিশ ও স্থানীয়দের ভাষ্যমতে, সকালে টুঙ্গিপাড়া থেকে ছেড়ে আসা রাজশাহীগামী ট্রেনটি ইসলামপুর ইউনিয়নের গোবিন্দপুর চরপাড়া পৌঁছালে ট্রেনের নিচে কাটা পড়েন যুবক মাসুদ মোল্লা। সে সময় তার দেহ ছিন্নবিচ্ছিন্ন হয়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়। বেশ কয়েক বছর ধরে মানসিক ভারসাম্য ছিলেন বলে বলে দাবিও করেন কয়েকজন।
রাজবাড়ী রেলওয়ে থানার উপ পরিদর্শক মো. শফিকুল ইসলাম বলেন, আমরা ঘটনাস্থলে এসেছি। পরিবারের সাথে কথা বলেছি। পরিবারের পক্ষ থেকে বলা হয়েছে, ৪ বছর আগে ঢাকায় সড়ক দুর্ঘটনায় আহত হয়েছিলেন মাসুদ মিয়া। এরপর থেকে মানসিক রোগে আক্রান্ত হয়। সকালে বাড়ি থেকে বের হয়ে ট্রেনে কাটা পড়ে ঘটনাস্থলেই মৃত্যু হয়েছে তার। ঊর্ধ্বতন কর্মকর্তাদের সাথে কথা বলে মরদেহের ব্যাপারে সিদ্ধান্ত গ্রহণ করবো।
বিবার্তা/মিঠুন/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]