
কুষ্টিয়ার মিরপুরে বজ্রপাতে বিজয় নামে এক কলেজছাত্র নিহত হয়েছে। এ সময় আহত হয়েছে সুজন নামে অপর একজন।
বৃহস্পতিবার (১৫ মে) বিকেল ৪টার দিকে উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের খাড়ারা মাঠে এ ঘটনা ঘটে।
নিহত বিজয় (২১) একই এলাকার শামসুদ্দিনের ছেলে এবং কুষ্টিয়া সরকারী কলেজের ছাত্র। আহত সুজন (৩০) একই এলাকার আক্কাস আলীর ছেলে।
স্থানীয় সূত্র জানায়, বৃহস্পতিবার বিকেলে মিরপুরে বৃষ্টি শুরু হলে সেইসাথে বজ্রপাতও ঘটে। এ সময় খাড়ার মাঠে বিজয় ও সুজন দু’জন তামাক গাছ কাটছিল। বজ্রপাতে দু’জন আহত হলে স্থানীয়রা তাদের উদ্ধার করে পার্শ্ববর্তী ভেড়ামারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিলে কর্তব্যরত চিকিৎসক বিজয়কে মৃত ঘোষণা করেন।
আহত সুজন চিকিৎসাধীন রয়েছেন। মিরপুর থানার ওসি মমিনুল ইসলাম বজ্রপাতে হতাহতের ঘটনা নিশ্চিত করেছেন।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]