গুরুদাসপুরে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৭:৫০
গুরুদাসপুরে ধান-চাল সংগ্রহ অভিযান উদ্বোধন
গুরুদাসপুর (নাটোর) প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

নাটোরের গুরুদাসপুরে চলতি বোরো মৌসুমে সরকারি খাদ্যগুদামে অভ্যন্তরীন ধান-চাল সংগ্রহ অভিযান শুরু হয়েছে।


সোমবার (৫ মে) সকাল ১১ টার দিকে খাদ্যগুদামে ফিতা কেটে সংগ্রহের উদ্বোধন করেন উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) ফাহমিদা আফরোজ।


আয়োজক সূত্র জানায়, চলতি মৌসুমে গুরুদাসপুরে ৩৬ টাকা কেজি দরে ৩৩৬ মে.টন ধান এবং ৪৯ টাকা কেজি দরে ১৯০৪ মে.টন চাল সংগ্রহ করবে সরকার।


উদ্বোধনী অনুষ্ঠানে উপজেলা খাদ্য নিয়ন্ত্রক মো. শরিফুল ইসলাম, খাদ্য পরিদর্শক মো. আমিনুল ইসলাম, উপজেলা কৃষি কর্মকর্তা মো. হারুনর রশীদ, চালকল মালিক সমিতির সভাপতি ইসমাইল হোসেন মাষ্টার, সাধারণ সম্পাদক জাহাঙ্গীর আলম, অটোমেটিক রাইস মিল মালিক একেএম নবীর উদ্দিনসহ অন্যরা উপস্থিত ছিলেন।


উপজেলা খাদ্যকর্মকর্তা শরিফুল ইসলাম বলেন, এবছর চুক্তিবদ্ধ ২০টি চাতাল ও চালকল থেকে লক্ষ্যমাত্রার চাল সংগ্রহ করা হবে। আর কৃষকরা দালাল বা মধ্যস্বত্ব ছাড়াই এ্যাপসের মাধ্যমে নিবন্ধনের পর তাদের উৎপাদিত ধান সরাসরি গুদামে দিতে অর্থ বুঝে নিতে পারবেন।


বিবার্তা/জনি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com