ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ
প্রকাশ : ০৫ মে ২০২৫, ১৭:১৬
ব্রাহ্মণবাড়িয়ায় বিপুল পরিমাণ ভারতীয় অবৈধ মালামাল জব্দ
ব্রাহ্মণবাড়িয়া প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) আনুমানিক ১৭,২৯,২০০ টাকা মূল্যের বিপুল পরিমান ভারতীয় অবৈধ মালামাল জব্দ করেছে।


সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর এক প্রেস বিজ্ঞপ্তিতে জানানো হয় গত ৪ মে ভোর ২০৩০ ঘটিকায় সুলতানপুর ব্যাটালিয়ন (৬০ বিজিবি) এর কসবা উপজেলার টিয়ালী মোড় স্থান হতে চোরাচালান বিরোধী বিশেষ অভিযান পরিচালনা করে আনুমানিক সতের লক্ষ ঊনত্রিশ হাজার দুইশত টাকা মূল্যের ভারতীয় কফি ৭২০ কেজি এবং জিরা ২৪১ কেজি জব্দ করে।


লেঃ কর্নেল মোঃ জিয়াউর রহমান, পিবিজিএম, বিজিবিএমএস, এএসসি পরিচালক অধিনায়ক সুলতানপুর ব্যাটালিয়ন (৬০বিজিবি) জানান, সর্বদা সীমান্তে নিরাপত্তা রক্ষা ও চোরাচালান প্রতিরোধে ৬০ বিজিবির আভিযানিক কার্যক্রম ও গোয়েন্দা তৎপরতা সর্বোতভাবে অব্যাহত রেখেছে। এরই ধারাবাহিকতায় সীমান্তবর্তী এলাকায় অভিযান পরিচালনা করে এসব অবৈধ ভারতীয় মালামাল জব্দ করে।


বিবার্তা/আকঞ্জি/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com