
রাজবাড়ীর বালিয়াকান্দি উপজেলার নারুয়ায় মাদ্রাসা ছাত্রকে (১১) বলাৎকারের অভিযোগে একই মাদ্রাসার ৩ শিক্ষার্থীকে গ্রেফতার করেছে পুলিশ।
মঙ্গলবার (২৯ এপ্রিল) ভুক্তভোগী ওই ছাত্রের মায়ের দায়ের করা নারী ও শিশু নির্যাতন আইনে মামলার প্রেক্ষিতে গ্রেফতার করা হয়।
গ্রেপ্তারকৃতরা হলো বালিয়াকান্দি উপজেলার জঙ্গল ইউনিয়নের অলংকারপুর গ্রামের নজরুল মোল্লার ছেলে বাঁধন মোল্লামোল্লা (১৬), একই উপজেলার নারুয়া ইউনিয়নের শোলাবাড়ীয়া গ্রামের ফরিদ মন্ডলের ছেলে মোহাম্মদ তৌফিক মন্ডল (১৫) ও মাগুরা জেলার শ্রীপুর উপজেলার রাজাপুর উত্তরপাড়া গ্রামের শহিদুল মোল্লার ছেলে জীবন মোল্লা (১৩)।তারা সবাই নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের তৌফিক এলাহী তালিমুল কুরআন হাফেজিয়া মাদরাসা ও এতিমখানার ছাত্র।
মামলা সূত্রে জানা যায়,ভুক্তভোগী ও গ্রেফতারকৃত ছাত্ররা বালিয়াকান্দি উপজেলার নারুয়া ইউনিয়নের সোনাকান্দর গ্রামের তৌফিক এলাহী তালিমুল কুরআন হাফেজিয়া মাদ্রাসা ও এতিমখানার ছাত্র।গত শনিবার রাতে মাদ্রাসার পাশের একটি আবাদি জমিতে গ্রেফতারকৃতরা ভুক্তভোগী ছাত্রকে জোরপূর্বক পালাক্রমে বলাৎকার করে।পরে বিষয়টি জানাজানি হলে গত রবিবার অভিভাবকদেত উপস্থিতিতে মাদরাসার শিক্ষকেরা সালিশী বৈঠকের আয়োজন করে। কোন সমাধান না হওয়ায় ভুক্তভোগীর মা থানায় মামলা দায়ের করে।
বালিয়াকান্দি থানার অফিসার ইনচার্জ (ওসি) জামাল উদ্দিন বলেন,ধর্ষণের সঙ্গে জড়িত ৩ জন শিশুকে গ্রেপ্তার করা হয়েছে। তাদেরকে রাজবাড়ী আদালতে প্রেরণ করা হয়েছে।
বিবার্তা/মিঠুন/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]