হাকিমপুরে জুয়ার আসরে পুলিশের হানা, মূলহোতাসহ আটক ৪
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ১৭:৩৫
হাকিমপুরে জুয়ার আসরে পুলিশের হানা, মূলহোতাসহ আটক ৪
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের হাকিমপুর হিলিতে মাদক ও জুয়া বিরোধী পুলিশের বিশেষ অভিযানে জুয়ার আসরে পুলিশ হানা দিয়ে, নগদ টাকা, জুয়া খেলার সরঞ্জামদি জুয়া আসর জমানোর মুলহোতাসহ ৪ জনকে আটক করেছে থানা পুলিশ।


সোমবার (২৮ এপ্রিল) সন্ধ্যায় উপজেলার আলিহাট ইউনিয়নের ইটাই গ্রামে জুয়ার আসর থেকে তাদের আটক করা হয়। এসময় তাদের কাছ থেকে জুয়ার সরঞ্জামাদি ও নগদ ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়।


একই দিন রাতে বিষয়টি নিশ্চিত করেছেন হাকিমপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা ওসি মোঃ সুজন মিঞা।


আটককৃত আসামিরা হলেন, উপজেলার ইটাই গ্রামের জুয়ার আসর জমানোর মুলহোতা মৃত আফাজ উদ্দিনের ছেলে এনামুল হক ওরফে আনাম (৩৮)।


অন্যরা হলেন, একই গ্রামের আব্দুর রশিদের ছেলে রবিউল ইসলাম ওরফে বুলেট (৩৫), পার্শ্ববর্তী পাঁচবিবি উপজেলার ধলিহার গ্রামের মৃত গোলাম রহমানের ছেলে শামসুল হক (৩৫), একই উপজেলার পানিয়াল গ্রামের মৃত ফকির মাহামুদের ছেলে আজাহার আলী (৬০)।


স্থানীয়র জানান, এনামুল হক আনাম দীর্ঘ দিন থেকে বিকেল থেকে রাতের নয়টা দশটা পর্যন্ত চলে তার এই সর্বনাশের জুয়া খেলা। তার জুয়ার আসরে আশপাশের উপজেলা সহ দূর দূরান্ত থেকে বিভিন্ন বয়সের খেলোয়াড়রা আসে। এলাকায় এই জুয়া খেলা চালু থাকায় অনেকেই সর্বসান্ত হয়েছে। বেছে নিয়েছে চুরির পথ। ফলে এলাকায় অপরাধ মূলক কাজ বেড়ে চলছে। দীর্ঘ দিন পরে হলেও জুয়ারুর মূলহোতা আনাম পুলিশের হাতে আটক হওয়ায় অনেকেই খুশি হয়েছেন।


পুলিশ জানায়, হাকিমপুর সার্কেলের সহকারী পুলিশ সুপার এএসপি অ,ন,ম নিয়ামত উল্লাহ মহোদয়ের দিকনির্দেশনা ও অফিসার ইনচার্জ ওসি মোঃ সুজন মিঞার পরামর্শে, এসআই মাহফুজার রহমান, এসআই মোস্তাফিজার রহমান, এসআই সুজা মিয়া, এএসআই মাসুদ রানা সহ পুলিশের একটি চৌকস দল অভিনব কায়দায় (গামছা ও লুঙ্গি) পড়ে জুয়ার আসরে হানা দিয়ে জুয়ার আসর জমানোর মূলহোতা আনাম সহ চারজনকে আটক করেছেন।


পুলিশ আরও জানায়, দীর্ঘদিন ধরে উপজেলার ইটাই গ্রামে আনাম নিজ মুরগী খামারে পুলিশের চোখ ফাঁকি দিয়ে জুয়ার আড্ডা বসিয়ে আসছিলো। এর আগে অনেক অভিযান চালিয়েও তাকে আটক করা সম্ভব হয় নাই। গতকাল অভিনব কায়দায় অভিযান চালিয়ে জুয়া আসরের মুলহোতা আনামসহ ৪ জনকে আটক করা হয়েছে। এসময় জুয়ার সরঞ্জাম ১টি ডাব্বু, ১টি প্লাষ্টিক বস্তা ও ১৮ হাজার ২শ টাকা জব্দ করা হয়েছে।


উল্লেখ্য, জুয়ার আসর জমানোর মুলহোতা এনামুল হক আনাম এর নামে পূর্বে জুয়া খেলার অপরাধে মামলায় পলাতক আসামি এবং তার বিরুদ্ধে ডাকাতি মামলা রয়েছে বলে জানান পুলিশ। মামলা নং ২৬।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com