
কুড়িগ্রামের চিলমারীতে ব্রহ্মপুত্র নদীতে মাছ ধরতে গিয়ে নৌকা থেকে পড়ে নিখোঁজ হওয়া যুবকের মরদেহ দুই ঘন্টা পর উদ্ধার করেছে স্থানীয়রা।
মঙ্গলবার (২৯ এপ্রিল) দুপুর সাড়ে ১২ টার দিকে উপজেলার চিলমারী ইউনিয়নের কড়াইবরিশাল এলাকার পাশে ব্রহ্মপুত্র নদীতে এ ঘটনাটি ঘটেছে।
এ তথ্য নিশ্চিত করেছেন রমনা মডেল ইউনিয়নের ইউপি সদস্য রোকনুজ্জামান স্বপন।
নিহত ওই যুবকের নাম লিটন মিয়া (১৯)। তিনি উপজেলা রমনা মডেল ইউনিয়নের রমনা ব্যাপারী এলাকার সুন্দর আলীর ছেলে।
ইউপি সদস্য স্বপন জানান, প্রতিদিনের মত আজকে সকালে মাছ ধরতে যায় লিটন। দুপুরের দিকে জাল টানতে গিয়ে ব্রহ্মপুত্র নদীতে পড়ে গিয়ে নিখোঁজ হয়। এসময় সাথের লোকজন খোঁজাখুঁজির দুই ঘণ্টা পর তার লাশ উদ্ধার করে।
বিবার্তা/রাফি/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]