
কুষ্টিয়ার মিরপুরে পদ্মা নদীতে গোসল করতে নেমে মো. আলামিন (১৫) নামে এক স্কুল ছাত্র নিখোঁজ হয়। নিখোঁজের প্রায় ৬ ঘণ্টা পর তার মরদেহ উদ্ধার করা হয়।
সোমবার দুপুরে বন্ধুদের সঙ্গে গোসল করতে গিয়ে ওই স্কুল ছাত্র নদীতে তলিয়ে নিখোঁজ হয়। উদ্ধার হওয়া আলামিন মিরপুর উপজেলার বহলবাড়িয়া ইউনিয়নের সাহেবনগর সরদারপাড়া এলাকার আজিজুল প্রামাণিকের ছেলে। সে বহলবাড়িয়া মাধ্যমিক বিদ্যালয়ের দশম শ্রেণির ছাত্র।
স্থানীয়রা জানান, দুপুর ১টার দিকে আলামিন তার কয়েকজন বন্ধুর সঙ্গে বাড়ির পাশে পদ্মা নদীতে গোসল করতে নামে। এ সময় নদীর স্রোতে তলিয়ে নিখোঁজ হয় সে। তবে তার সঙ্গে থাকা অন্য বন্ধুরা নিরাপদে নদীর তীরে উঠে আসতে সক্ষম হয়। খবর পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের ডুবুরি দল ও স্থানীয়রা নদীতে নেমে উদ্ধার অভিযান চালায়। পরে সন্ধ্যায় তার মরদেহ ঘটনাস্থল থেকে একটু দূরে গিয়ে উদ্ধার করে।
কুষ্টিয়া ফায়ার সার্ভিস ও সিভিল ডিফেন্সের সিনিয়র স্টেশন অফিসার আরদেশ আলী জানান, পদ্মায় স্কুলছাত্র ডুবে নিখোঁজ হওয়ার সংবাদ পেয়ে মিরপুর ফায়ার সার্ভিসের একটি ইউনিট ঘটনাস্থলে গিয়ে উদ্ধার অভিযান চালিয়ে সন্ধ্যায় তার মরদেহ উদ্ধার করেছে।
মিরপুর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মমিনুর রহমান বলেন, পদ্মা নদীতে নিখোঁজ স্কুল ছাত্রের মরদেহ উদ্ধার হলে পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।
বিবার্তা/শরীফুল/এমবি
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]