মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল সদৃশ বস্তু
প্রকাশ : ২৯ এপ্রিল ২০২৫, ০৯:০৩
মুন্সীগঞ্জে দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল সদৃশ বস্তু
মুন্সীগঞ্জ প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

মুন্সীগঞ্জের গজারিয়ায় বাড়ি নির্মাণের জন্য মাটি খুঁড়তে গিয়ে বের হয়েছে একটি দ্বিতীয় বিশ্বযুদ্ধে ব্যবহৃত মর্টার শেল সদৃশ বস্তু।


সোমবার (২৮ এপ্রিল) সকালে উপজেলার বালুয়াকান্দি ইউনিয়নের আড়ালিয়া গ্রামে এ ঘটনা ঘটে।


প্রত্যক্ষদর্শী ও স্থানীয় লোকজন বলেন, আড়ালিয়া গ্রামের নজরুল ইসলাম তার বাড়ি নির্মাণের জন্য তার জমিতে মাটি খুঁড় ছিল। এসময় খনন যন্ত্রের সঙ্গে লোহা সদৃশ একটি বস্তু উঠে আসে। বস্তুটি দেখতে অস্বাভাবিক এবং শেলের মতো হওয়ায় ঘটনাটি দ্রুত তারা পুলিশকে অবগত করেন। পরে পুলিশ গিয়ে ঘটনাস্থল ঘিরে রেখেছে।


বিষয়টি নিশ্চিত করে গজারিয়া থানার পরিদর্শক তদন্ত শহিদুল ইসলাম বলেন, স্থানীয়রা থানা পুলিশকে খবর দিলে পুলিশ ঘটনাস্থলে গিয়ে ওই স্থানটি নিরাপত্তা বেষ্টনী দিয়ে ঘিরে রেখে উৎসুক লোকজনকে নিরাপদ স্থানে সরিয়ে দেয়। ঘটনাস্থলে যাতে কেউ ভিড়তে না পারে এজন্য সেখানে থানা পুলিশের সদস্য এবং গ্রাম পুলিশ পাহারা রাখা হয়েছে।


এ ব্যাপারে গজারিয়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আনোয়ার আলম আজাদ বলেন, ধারণা করা হচ্ছে এটি দ্বিতীয় বিশ্বযুদ্ধের সময় ব্যবহৃত কোনো একটি মর্টার শেল। এটাকে সকাল হতে ওই স্থানে পুলিশ পাহারায় রাখা হয়েছে। সেনাবাহিনী সদস্যরাও ওখানে অবস্থান করছেন। এটা আকারে মোটামুটি বেশ বড়। মর্টার শেল জাতীয় বস্তু ধারণা হওয়ার পরে ওখানে বিশেষজ্ঞ দলকে খবর দেওয়া হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com