পঞ্চগড়ে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১৫:১১
পঞ্চগড়ে ডিপ্লোমা নার্সিং শিক্ষার্থীদের বিক্ষোভ ও মানববন্ধন
পঞ্চগড় প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিএনএমসি'তে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর পুলিশের বর্বর হামলার ঘটনায় তীব্র নিন্দা জানিয়ে রেজিস্ট্রারের পদত্যাগ দাবিসহ ডিপ্লোমাকে ডিগ্রি সমমান আনার দাবিতে পঞ্চগড়ে মানববন্ধন করেছে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়ন বিডিএসএনইউর পঞ্চগড় জেলা শাখা।


সোমবার (২৮ এপ্রিল) দুপুরে পঞ্চগড় নার্সিং ইনস্টিটিউট থেকে একটি বিক্ষোভ র‍্যালি নিয়ে শহরের শেরে বাংলা পার্ক কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে পঞ্চগড়-ঢাকা জাতীয় মহাসড়কে অবস্থান নিয়ে মানববন্ধন করে তারা।


মানববন্ধনে বাংলাদেশ ডিপ্লোমা স্টুডেন্ট নার্সেস ইউনিয়নের পঞ্চগড় জেলা শাখার সভাপতি মায়া আক্তার বলেন, বিএনএমসি'তে শান্তিপূর্ণ বিক্ষোভ সমাবেশ ও ব্লকেড কর্মসূচি পালনরত নার্সিং ও মিডওয়াইফ শিক্ষার্থীদের উপর বিএনএমসির রেজিস্ট্রারের পরোক্ষ মদদে পুলিশের বর্বর হামলা চালানো হয়েছে। এই হামলার তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই। সেই সাথে রেজিস্ট্রারের পদত্যাগ ও ডিপ্লোমাকে ডিগ্রি সমমানের দাবি জানান তিনি।
এসময় সিনিয়র সহ-সভাপতি কামাল হোসেন, সাধারণ সম্পাদক স্যামুয়েল রায়, তথ্য ও যোগাযোগ বিষয়ক সম্পাদক মাজেদুর রহমান প্রমুখ বক্তব্য রাখেন।


ঘণ্টা ব্যাপী বিক্ষোভ ও মানববন্ধনে পঞ্চগড়ের ডিপ্লোমা ইন নার্সিং সায়েন্স এন্ড মিডওয়াইফারি এবং ডিপ্লোমা ইন মিডওয়াইফারি কোর্সের অধ্যায়নরত শতাধিক শিক্ষার্থীরা অংশ নেন।


বিবার্তা/বিপ্লব/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com