সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আনারুল বাহিনীর সদস্য আটক
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১২:৩৪
সুন্দরবনে অস্ত্র-গোলাবারুদসহ ডাকাত আনারুল বাহিনীর সদস্য আটক
মোংলা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সুন্দরবনের মুচির দোয়ানি এলাকা থেকে অস্ত্র ও গোলাবারুদসহ ডাকাত আনারুল বাহিনীর এক সহযোগীকে আটক করেছে কোস্ট গার্ড।


সোমবার (২৮ এপ্রিল) সকালে এক প্রেস বিজ্ঞপ্তিতে কোস্টগার্ড পশ্চিম জোনের বিসিজিএস সোনার বাংলা, নির্বাহী কর্মকর্তা লেফটেন্যান্ট মাহবুব উল আলম এ তথ্য জানান।


কোস্ট গার্ড জানায়, গোপন সংবাদের ভিত্তিতে সুন্দরবনের শিবসা ফরেস্ট অফিস সংলগ্ন মুচির দোয়ানি এলাকায় রবিবার বিকালে কোস্ট গার্ড বেইস মোংলা ও আউটপোস্ট নলিয়ানের সমন্বয়ে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন কোস্ট গার্ডের উপস্থিতি টের পেয়ে ডাকাত দলের সদস্যরা বনের ভিতরে পালিয়ে যায়। পরবর্তীতে ওই এলাকায় অভিযান পরিচালনা করে ১টি একনলা বন্দুক ও ৫ রাউন্ড তাজা কার্তুজসহ দুর্ধর্ষ ডাকাত আনারুল বাহিনীর সদস্য মো. বিল্লাল হোসেনকে (৩৩) আটক করা হয়। আটককৃত বিল্লাল হোসেন খুলনার কয়রা থানার বাসিন্দা।


উদ্ধারকৃত অস্ত্র ও গোলাবারুদসহ আটককৃত ব্যক্তির বিরুদ্ধে পরবর্তী আইনানুগ ব্যবস্থা গ্রহণের জন্য দাকোপ থানায় হস্তান্তরের কার্যক্রম প্রক্রিয়াধীন রয়েছে।


বিবার্তা/জাহিদ/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com