রাজশাহীতে বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত
প্রকাশ : ২৮ এপ্রিল ২০২৫, ১০:০৬
রাজশাহীতে বাসের ধাক্কায় সাবেক পুলিশ সদস্য নিহত
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

রাজশাহীতে বাসের ধাক্কায় ওলিউর রহমান (৭০) নামে পুলিশের সাবেক এক সদস্য মারা গেছেন।


রবিবার (২৭ এপ্রিল) বিকেলে নগরীর কাশিয়াডাঙ্গা এলাকার নগরপাড়া রাজশাহী-চাঁপাইনবাবগঞ্জ মহাসড়কে এ দুর্ঘটনা ঘটে। এ ঘটনায় বাসটি জব্দ করেছে পুলিশ।


নিহত সাবেক পুলিশ সদস্য ওলিউর নগরীর বুলনপুর এলাকার বাসিন্দা।


এ বিষয়ে কাশিয়াডাঙ্গা থানার উপপরিদর্শক (এসআই) মনিরুজ্জামান বলেন, ওলিউর রহমান নগরপাড়া থেকে কাশিয়াডাঙ্গার রাস্তার পাশ দিয়ে হেঁটে যাচ্ছিলেন। এসময় ঢাকা থেকে ছেড়ে আসা চাঁপাইনবাবগঞ্জগামী গ্রামীণ ট্রাভেলস নামে একটি বাস ওলিউর রহমানকে ধাক্কা দেয়। এতে ঘটনাস্থলে তার মৃত্যু হয়। খবর পেয়ে ফায়ার সার্ভিসের কর্মীরা তার মরদেহ উদ্ধার করে রামেক হাসপাতালে পাঠায়।


তিনি আরও বলেন, ঘটনার পর বাসের চালক পালিয়ে গেছেন। তবে বাসের সুপারভাইজার ও হেলপারকে আটক করা হয়েছে। একই সঙ্গে বাসটি জব্দ করা হয়েছে। এ বিষয়ে আইনগত ব্যবস্থাগ্রহণ শেষে নিহতের মরদেহ পরিবারের কাছে হস্তান্তর করা হয়েছে।


বিবার্তা/এমবি

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com