রাজশাহীতে
নারী আন্দোলন ও তরুণ প্রজন্ম নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের পাঠচক্র
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২২:০৩
নারী আন্দোলন ও তরুণ প্রজন্ম নিয়ে বাংলাদেশ মহিলা পরিষদের পাঠচক্র
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বাংলাদেশ মহিলা পরিষদ রাজশাহী জেলা শাখার আয়োজনে বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ১১টায় রানীবাজার উচ্চ বালিকা বিদ্যালয়ে অনুষ্ঠিত হলো একটি পাঠচক্র। “নারী আন্দোলন ও তরুণ প্রজন্ম” শীর্ষক এই আয়োজনটি নারীর অধিকার ও তরুণ সমাজের ভূমিকা নিয়ে ভাবনার সুযোগ তৈরি করে।


অনুষ্ঠানে সভাপতিত্ব করেন বাংলাদেশ মহিলা পরিষদের রাজশাহী জেলা শাখার সভাপতি ও কেন্দ্রীয় কমিটির সহ-সভাপতি কল্পনা রায়। স্বাগত বক্তব্য প্রদান করেন জেলা শাখার সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার।


পাঠচক্রে ‘মহিলা সমাচার’ পত্রিকায় প্রকাশিত আন্তর্জাতিক নারী দিবস বিষয়ক একটি প্রবন্ধ চারজন ছাত্রী পর্যায়ক্রমে পাঠ করে শোনান। বিষয়টি নিয়ে বিস্তারিত আলোচনা করেন পরিষদের সহ-সাধারণ সম্পাদক নিলুফার আহমেদ।


আলোচনায় সাম্প্রতিক সময়ে দেশে বেড়ে চলা উত্ত্যক্তকরণ, যৌন হয়রানি, নারী ও কন্যাশিশুর প্রতি সহিংসতা নিয়ে উদ্বেগ প্রকাশ করেন সাধারণ সম্পাদক অঞ্জনা সরকার। তিনি বলেন, এসব সমস্যা প্রতিরোধে সামাজিক সচেতনতা ও তরুণ প্রজন্মের সক্রিয় অংশগ্রহণ জরুরি।


সমাপনী বক্তব্যে সভাপতি কল্পনা রায় বলেন, “তারুণ্য মানেই সাহস, সংগ্রাম ও সৃজনশীলতা। পুরাতনকে ভেঙে নতুন কিছু গড়ার স্বপ্নে আমাদের তরুণ সমাজকে এগিয়ে আসতে হবে। শুধু ক্যারিয়ার নয়, সমাজ ও রাষ্ট্রের কল্যাণে তরুণদের ভূমিকা রাখতে হবে।”


তিনি আরও উল্লেখ করেন, ব্রিটিশবিরোধী আন্দোলন থেকে শুরু করে মুক্তিযুদ্ধ পর্যন্ত-সব গণআন্দোলনে তরুণদের ভূমিকাই প্রমাণ করে তারা কতটা অগ্রণী। তাই ভবিষ্যতের বাংলাদেশ গড়তে তরুণদের এগিয়ে আসার আহ্বান জানান তিনি।


এই পাঠচক্রে অংশ নেওয়া শিক্ষার্থীরা বিষয়বস্তুর আলোচনায় উৎসাহিত হয় এবং সমাজ পরিবর্তনে নিজেদের ভূমিকাকে নতুনভাবে ভাবতে উদ্বুদ্ধ হয়।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com