সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ইউপি সদস্যের শাস্তি দাবি
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৫৯
সাংবাদিকের বিরুদ্ধে মিথ্যা মামলা করায় ইউপি সদস্যের শাস্তি দাবি
ফেনী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

সংবাদ প্রকাশের জেরে দৈনিক ফেনী'র সম্পাদকসহ ৫ সাংবাদিকের বিরুদ্ধে মামলা দায়েরের প্রতিবাদে মানববন্ধন অনুষ্ঠিত হয়েছে। ২৪ এপ্রিল, বৃহস্পতিবার সকালে ফেনীর কেন্দ্রীয় শহীদ মিনারের সামনে জেলায় কর্মরত সাংবাদিকদের ব্যানারে এ মানববন্ধন অনুষ্ঠিত হয়।


মানববন্ধনে প্রধান অতিথির বক্তব্য দেন ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি বীর মুক্তিযোদ্ধা আবু তাহের।


দৈনিক ফেনীর সময়'র সম্পাদক শাহাদাত হোসেন'র সভাপতিত্বে ও সময় টিভির রিপোর্টার আতিয়ার সজল'র সঞ্চলনায় বক্তব্য দেন, ফেনী প্রেসক্লাবের সাবেক সভাপতি আবদুর রহিম, সাপ্তাহিক আনন্দ তারকার সম্পাদক মামুনুর রশিদ, দৈনিক এবেলার সম্পাদক যতন মজুমদার, আরটিভি প্রতিনিধি আজাদ মালদার, চ্যানেল ২৪ এর প্রতিনিধি দিলদার হোসেন, দৈনিক স্টার লাইনের নির্বাহী সম্পাদক মাইন উদ্দিন, সহযোগী সম্পাদক জসিম মাহমুদ, সাপ্তাহিক সমাচারের সম্পাদক মুহিবুল্যাহ ফরহাদ, আমারদেশের জেলা প্রতিনিধি ইউসুফ আলী, যমুনা টিভির স্টাফ রিপোর্টার আরিফুর রহমান, এটিএন নিউজের দিদারুল আলম, ফেনীর প্রত্যয়ের সম্পাদক আবদুল্লাহ আল মামুন, নিউজ২৪ এর প্রতিনিধি সৈয়দ সুমন, যুগান্তরের সোনাগাজী প্রতিনিধি আবদুর রহিম, আমারদেশের পরশুরাম প্রতিনিধি এমএ হাসান, দৈনিক ফেনীর ফুলগাজী প্রতিনিধি এম মোর্শেদ প্রমূখ।


বক্তারা বলেন, মাদক কারবার, চোরাচালান ও মানবপাচার চক্র নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশের পর মুলহোতা রহিমুল্যাহর বিরুদ্ধে প্রশাসন কোন ব্যবস্থা নেয়নি। এ কারণে সে সংশ্লিষ্ট গণমাধ্যম ও সাংবাদিকদের নামে মামলা করার সাহস পেয়েছে। অনতিবিলম্বে সাংবাদিকদের নামে দায়েরকৃত এই মিথ্যা মামলা প্রত্যাহার করতে হবে এবং মাদক সম্রাট ইউপি সদস্য রহিমুল্যাহকে গ্রেফতার ও দৃষ্ট্রান্তমুলক শাস্তির ব্যবস্থা করতে হবে।


মানববন্ধনে একাত্মতা পোষন করেন, ফেনী রিপোর্টার্স ইউনিটি, ফেনী সাংবাদিক ইউনিয়ন, ফটো জার্নালিষ্ট এসোসিয়েশন ও ইয়ুথ জার্নালিষ্ট ফোরাম ফেনী।


প্রসঙ্গত, গত ২২ এপ্রিল 'সীমান্তে চোরাচালান সাম্রাজ্য ইউপি সদস্যের' এ শিরোনামে ফুলগাজী উপজেলার আমজাদহাট ইউনিয়নে মাদক কারবার, চোরাচালান ও মানব পাচার চক্র নিয়ে অনুসন্ধানী সংবাদ প্রকাশ করে দৈনিক ফেনী ও ঢাকা পোস্ট। এতে উঠে আসে ফুলগাজী ইউনিয়নের ৭ নম্বর ওয়ার্ডের ইউপি সদস্য ও বিএনপিকর্মী রহিমুল্যাহসহ বেশ কয়েকজনের নাম, যারা সীমান্তে এসব অবৈধ কারবারে জড়িত।


সংবাদ প্রকাশের জেরে পরদিন দৈনিক ফেনীর সম্পাদক আরিফুল আমিন রিজভী, স্টাফ রিপোর্টার তারেক চৌধুরী, রিপোর্টার মামুনুর রহমান, ঢাকা পোস্টের রিপোর্টার জামশেদ আলম ও ওমর ফারুকের নামে আদালতে মামলা করেন ইউপি সদস্য রহিমুল্যাহ। আদালত মামলাটি জেলা গোয়েন্দা পুলিশের ওসিকে তদন্তের নির্দেশ দেন।


বিবার্তা/মনির/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com