নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ২১:৫৩
নবাবগঞ্জে পুকুরের পানিতে ডুবে শিশুর মৃত্যু
হিলি, দিনাজপুর প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দিনাজপুরের নবাবগঞ্জে সহপাঠীদের সাথে খেলতে গিয়ে পুকুরের পানিতে ডুবে সিনহা (৭) নামের এক শিশুর মৃত্যু হয়েছে।


বৃহস্পতিবার (২৪ এপ্রিল) সকাল ৯টায় উপজেলার ভাদুরিয়া ইউনিয়নের দিঘীরত্না গ্রামেএ ঘটনা ঘটে।


নিহত শিশু নবাবগঞ্জ উপজেলার ভাদুরিয়া এলাকার রত্নাদীঘির সুজন মিয়ার একমাত্র কন্যা। সে প্রথম শ্রেণীর শিক্ষার্থী।


স্থানীয়রা জানান, প্রতিদিনের মতো আজকেও পরিবারের সম বয়সের তিন শিশু বাড়ির পাশে পুকুরেরধারে খেলছিল।খেলতে গিয়ে হঠাৎ অসাবধানতা বসত শিশু সিনহা পুকুরে পড়ে যায়, পরে অন্য শিশুরা পরিবারকে জানালে পরিবারের সদস্যরা পুকুরের পানি থেকে শিশুটিকে উদ্ধার করে স্থানীয় দলার দরগা কে এম মেমোরিয়াল হাসপাতালে নিলে কর্তব্যরত চিকিৎসক শিশুটিকে মৃত্যু ঘোষণা করে।


নবাবগঞ্জ থানা অফিসার ইনচার্জ (ওসি) মোঃ আব্দুল মতিন বলেন, স্থানীয় লোকজনের মাধ্যমে বিষয়টি জেনেছি। তারপর ঘটনা স্থলে পুলিশ পাঠিয়ে দিয়ে বিষয়টি নিশ্চিত হয়েছি। পরিবারে পক্ষ থেকে কোন অভিযোগ না থাকায় নিহত শিশুটিকে পরিবারের কাছে দেওয়া হয়েছে।


বিবার্তা/রব্বানী/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com