রাজশাহীতে চালু হলো ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট
প্রকাশ : ২৪ এপ্রিল ২০২৫, ০৯:১০
রাজশাহীতে চালু হলো ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট
রাজশাহী প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

দীর্ঘ ১৬ বছর পর রাজশাহীতে চালু হলো পবা উপজেলার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট। সেই লক্ষ্যে বুধবার (২৩ এপ্রিল) সকালে দামকুড়া পশুহাট প্রাঙ্গণে হাট কমিটির আয়োজনে এই পশুহাটের আনুষ্ঠানিক উদ্বোধন করা হয়।


উদ্বোধনী অনুষ্ঠানে সভাপতিত্ব করেন জেলা বিএনপির সদস্য, দামকুড়া ইউনিয়নের সাবেক চেয়ারম্যান ও পশুহাটের ইজারাদার শাহজাহান আলী। দামকুড়া পশুহাটটি ১ কোটি ১১ লাখ ১১ হাজার ১১১ টাকায় সর্বোচ্চ দরদাতা হিসেবে ইজারা নিয়েছেন তিনি।


ক্রেতা-বিক্রেতার উৎসাহিত করার লক্ষ্যে গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা ছাড় মূল্য নির্ধারণ করা হয়েছে। বিক্রেতাকে কোন ইজারা মূল্য দিতে হবে না বলে জানিয়েছেন পশুহাটের ইজারাদার শাহজাহান আলী।


এবিষয়ে জানতে চাইলে শাহজাহান আলী জানান, ১৯৮৯ সালে সর্বপ্রথম দামকুড়া পশুহাটটি চালু হয়। কিন্তু স্বৈরাচার সরকারের আমলে ২০০৮ সালের পর থেকে কৌশলে দামকুড়া পশুহাটটি বন্ধ রাখা হয়েছিল। সপ্তাহে বুধবার ও রবিবার এই দুইদিন নগরীর সিটি হাট ও দামকুড়া পশুহাট বসে। এই দুই হাটের বার একই হওয়ায় কৌশলে ইজারা নিয়ে দীর্ঘ ১৬ বছর বন্ধ রাখা হয়েছিল দামকুড়া পশুহাটটি। কৌশলে বঞ্চিত করা হয়েছিল প্রায় অর্ধকোটি টাকার রাজস্ব থ দীর্ঘ ১৬ বছর পর আবার চালু হলো পবার ঐতিহ্যবাহী দামকুড়া পশুহাট।


তিনি আরও জানান, আনুষ্ঠানিক উদ্বোধন উপলক্ষে গরু বিক্রেতাকে কোন ইজারা মূল্য দিতে হবে না। শুধুমাত্র ক্রেতাকে গরু প্রতি ৪০০ টাকা এবং ছাগল প্রতি ২০০ টাকা ছাড় মূল্য দিতে হয়।


এসময় উপস্থিত ছিলেন- দামকুড়া ইউনিয়ন বিএনপির আহ্বায়ক এনামুল হক কিরণ, সদস্য সচিব নওশাদ আলী, হাট ইজারা কমিটির সদস্য ফিরোজ কবিরসহ স্থানীয় গণ্যমান্য ব্যক্তিবর্গ ও বিভিন্ন এলাকা থেকে আগত ব্যবসায়ীরা।


বিবার্তা/মোস্তাফিজুর/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com