
নাটোরের সিংড়ায় ব্যবসায়ীকে কুপিয়ে জখম করে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনায় ৩ জনকে গ্রেফতার করেছে বাংলাদেশ সেনাবাহিনী। তারা তিনজনই বিএনপির সক্রিয় কর্মী বলে জানা গেছে।
গত ১৮ মার্চ বিকেল ৫টার দিকে উপজেলার কলম ইউনিয়নের কলম বাজার এলাকায় এঘটনা ঘটে।
জানা গেছে, উপজেলার কলম বাজারে প্রকাশ্য দিবালোকে নাইস প্রামাণিক নামে এক ব্যবসায়ীকে ধারালো অস্ত্র দিয়ে কুপিয়ে রক্তাক্ত জখম করে তার কাছ থেকে ৫ লাখ ৭০ হাজার টাকা ছিনিয়ে নেওয়ার ঘটনা ঘটে। এ ঘটনায় গত মাসেই অভিযুক্তদের বিরুদ্ধে মামলা দায়ের করেন ভুক্তভোগীর পিতা।
অভিযোগের প্রেক্ষিতে গোপন সংবাদ এর ভিক্তিতে বাংলাদেশ সেনাবাহিনীর সিংড়া ক্যাম্পের একটি অভিযানিক টিম গোপন সংবাদের ভিক্তিতে মঙ্গলবার (২২ এপ্রিল) দিবাগত রাত নয়টার দিকে অভিযান পরিচালনা করে ঘটনার সাথে জড়িত করিম, আলমগীর ও রুবেল কে আটক করে সিংড়া থানায় সোপর্দ করে।
উল্লেখ্য, আটককৃত ব্যক্তিরা শীর্ষ অপরাধীদের তালিকাভুক্ত, তাদের বিরুদ্ধে চাঁদাবাজি, খুন, ডাকাতির মতো ১৪টির উপরে মামলা চলমান রয়েছে।
সিংড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) আসমাউল হক বলেন, তাদের আটক করে বুধবার (২৩ এপ্রিল) দুপুরে আদালতে পাঠানো হয়েছে।
বিবার্তা/রাজু/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]