আঙুর চাষে সফল চুয়াডাঙ্গার দুইভাই
প্রকাশ : ২৩ এপ্রিল ২০২৫, ২২:৫২
আঙুর চাষে সফল চুয়াডাঙ্গার দুইভাই
চুয়াডাঙ্গা প্রতিনিধি
প্রিন্ট অ-অ+

বিদেশি ফল আঙুর চাষ করে তাক লাগিয়ে দিয়েছেন চুয়াডাঙ্গার জীবননগর উপজেলার দুই ভাই আশরাফুল ইসলাম ও তরিকুল ইসলাম। আঙুর চাষে স্বপ্ন বুনছেন এই দুই কৃষি উদ্যোক্তা।


প্রথমে পরীক্ষামূলকভাবে কিছু গাছ রোপণ করেন তারা। সেসব গাছে আসে ফল। স্বাদ মিষ্টি হওয়ায় এক বছর আগে সাড়ে তিন বিঘা জমিতে বাণিজ্যিকভাবে আঙুর বাগান করেন দুই ভাই। গাছে এসেছে অভাবনীয় ফলন।


সরেজমিনে দেখা যায়, সুতা ও বাঁশের তৈরিকৃত মাচায় সবুজ পাতার ফাঁকে ফাঁকে থোকায় থোকায় ঝুলে আছে আঙুর। তবে এখনো পরিপক্ব হয়নি। আর ২০-২৫ দিন পর সবুজ রঙের এই আঙুর হয়ে হবে লাল ও কালো রঙ ধারণ করবে। খেতে হবে রসালো মিষ্টি।


বিদেশি এই ফলের পর্যাপ্ত ফলন পেতে নিয়মিত পরিচর্যা করতে হয় বাগান। সেজন্য আছে আলাদা শ্রমিক। বাগান পাহারা দেওয়ার জন্য আছে পাহারাদার। নিয়মিত পরামর্ষ পেয়ে থাকেন উপজেলা কৃষি অফিসের।


কৃষি উদ্যোক্তা এই দুই ভাইয়ের স্বপ্ন, জীবননগরের মাটিতেই যদি আমরা আঙ্গুর উৎপাদন করতে পারি, তাহলে বিদেশ থেকে আমদানি কমবে। একইসাথে আমাদের এখানকার মানুষও লাভবান হবে।


উদ্যোক্তা তরিকুল ইসলাম বলেন, আমরা সব সময় নতুন নতুন ফলের চাষ করে আসছি। এ জন্য সাড়ে তিন বিঘা আঙুরের বাগান করেছি। প্রথমবারেই যেহেতু আমাদের বাগানে এরকম ফলন হয়েছে, আশা রাখছি ভবিষ্যতে আরও বেশি ফলন পাব।


আশরাফুল ইসলাম বলেন, সাড়ে তিন বিঘা বাগানে ৭৫০টির মতো গাছ আছে। প্রতিটি গাছ থেকে গড়ে ১৫ কেজি করে আঙুর হারভেস্ট করতে পারব বলে আশা করছি। এ পর্যন্ত আমাদের ১৪ লাখ টাকা মতো খরচ হয়েছে। আশা করছি প্রায় ৩০ লাখ টাকার আঙুর বিক্রি করতে পারব।


সসংশ্লিষ্টরা বলছেন, এইভাবেই জীবননগরের মাটিতে আঙ্গুর চাষ করে আশরাফুল আর তরিকুল শুধু নিজের ভাগ্য পরিবর্তনের নয়, বরং গোটা এলাকার কৃষির চিত্র বদলানোর সম্ভাবনা তৈরি করছেন। আঙ্গুর বাগান দেখতে দূর-দূরান্ত থেকে প্রতিদিন মানুষ আসছেন এবং ছবি তুলে নিয়ে যাচ্ছেন। এখান থেকে আরও নতুন নতুন কৃষি উদ্যোক্তা তৈরি হবে।


উপজেলা কৃষি কর্মকর্তা আআলমগির হোসেন জানান, জীবননগর উপজেলা একটি কৃষিতে অত্যান্ত সমৃদ্ধ অঞ্চল। এখানে বাণিজ্যিক ভাবে পেয়ারা, ড্রাগন, মাল্টার পর এবার আঙুর চাষ হচ্ছে। উপজেলায় ৩০ বিঘা জমিতে আঙুর চাষ হয়েছে। সবচে বেশি ফলন এসেছে আশরাফুল ও তরিকুল ইসলামের বাগানে। এই দুই কৃষি উদ্যোক্তাকে সবরকম পরামর্শ দেওয়া হচ্ছে। কৃষি অফিস থেকে সব ধরনের সহযোগিতা তাদের করা হয়।


বিবার্তা/আসিম/এসএস

সর্বশেষ খবর
সর্বাধিক পঠিত

সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি

এফ হক টাওয়ার (লেভেল-৮)

১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫

ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫

Email: [email protected], [email protected]

© 2024 all rights reserved to www.bbarta24.net Developed By: Orangebd.com