
নাটোরের গুরুদাসপুরে নিখোঁজের এক সপ্তাহ পেরিয়ে গেলেও সন্ধান মেলেনি ষাটোর্ধ্ব বাক প্রতিবন্ধী (বোবা)সালেহা বেগমের। তাকে খুঁজে পেতে মঙ্গলবার (২২এপ্রিল) থানায় সাধারণ ডায়েরি করা হয়েছে। এর আগে ১৪ এপ্রিল সকালে উপজেলার যোগেন্দ্র নগর গ্রাম থেকে নিখোঁজ হন তিনি।
নিখোঁজের পরিবার ও থানার ডায়েরি সূত্রে জানা গেছে, নিঃসন্তান বাক প্রতিবন্ধী সালেহা বেগম (৬৩) উপজেলার বিয়াঘাট ইউনিয়নের যোগেন্দ্র নগর গ্রামের মৃত্যু শাহাদ আলী ও জামেলা বেগম দম্পতির মেয়ে। ১৪ এপ্রিল সকালে নিখোঁজের পর আর বাড়ি ফেরেনি। খোঁজাখুঁজি করেও এখন পর্যন্ত তার সন্ধান পায়নি পরিবার। সালেহা বেগমের নাকের ওপর বড় একটি তিল রয়েছে। শারীরিক গড়ন চুল: সাদা-কালো, গায়ের রং: ফর্সা, উচ্চতা: ৫ ফিট ২ ইঞ্চি এবং ওজন ৫০ কেজি।
নিখোঁজের ভাই আব্দুস সালাম বলেন, আমার বোন কথা বলতে পারে না তবে ইশারা ইঙ্গিতে শব্দ করে মনের ভাব প্রকাশ করে। কোন সহৃদয়বান ব্যক্তি যদি তার সন্ধান পান তাহলে ০১৭৪৫-৭৪১৮৩৮ অথবা সানোয়ার হোসেন ঠান্টু (বোনের ছেলে) ০১৭৭৬-১৮৬৩৪০ অথবা জহুরুল ইসলাম(এস আই) ১০৭৮০৯৪৮৪৪৬ নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করছি।
গুরুদাসপুর থানার অফিসার ইনচার্জ(ওসি) গোলাম সারওয়ার হোসেন বলেন, এ বিষয়ে থানায় একটি সাধারণ ডায়েরী হয়েছে। পুলিশের পাশাপাশি হৃদয়বান কোন ব্যক্তি তার সন্ধান পেলে থানায় অথবা উপরে উল্লেখিত নম্বরে যোগাযোগের জন্য অনুরোধ করা হলো।
বিবার্তা/জনি/এসএস
সম্পাদক : বাণী ইয়াসমিন হাসি
এফ হক টাওয়ার (লেভেল-৮)
১০৭, বীর উত্তম সি আর দত্ত রোড, ঢাকা- ১২০৫
ফোন : ০২-৮১৪৪৯৬০, মোবা. ০১৯৭২১৫১১১৫
Email: [email protected] , [email protected]